East Bengal: নর্থইস্টের কাছে পরাজয়ের পর ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত? জানুন

ঘন্টাকয়েক আগেই দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। জোড়া গোল করেন টম জুরিক। জবাবে নন্দকুমার শেখর…

East Bengal coach Carles Cuadrat

ঘন্টাকয়েক আগেই দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। জোড়া গোল করেন টম জুরিক। জবাবে নন্দকুমার শেখর ও ফোবর্স গোল করলেও এক গোলের ব্যবধানে এই অ্যাওয়ে ম্যাচে পরাজিত হতে হয় মশাল বাহিনীকে। যা নিয়ে খুব একটা খুশি নন দলের সমর্থকরা।

তবে এই ম্যাচের পরাজয় থেকে শিক্ষা নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়াতে চাইবে ইস্টবেঙ্গল। আসলে আজ মাঝমাঠের সমস্যা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে ম্যাচের মধ্যে। সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখার দরুন এই ম্যাচে ও থাকতে পারেননি সৌভিক চক্রবর্তী।

এছাড়াও চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোকে। যা পরবর্তীতে ব্যাপক প্রভাব ফেলেছে ম্যাচের মধ্যে। শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে হাই ল্যান্ডারর্সদের। ম্যাচের ৪ মিনিটের মাথাতেই গোল করে দলকে এগিয়ে দেন টম জুরিক। তারপর ম্যাচের ১৫ মিনিটের মাথায় নেস্টরের দ্বিতীয় গোল।

প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে থাকে মশাল ব্রিগেড। যারফলে, ঠিক ৬৬ মিনিটের মাথায় আসে ইস্টবেঙ্গলের প্রথম গোল। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। তারপর সুযোগ বুঝে ফের গোল তুলে নেয় নর্থইস্ট।

এই নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেন, এক্ষেত্রে এই ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ছেলেরা লড়াই করেছে। তবে প্রতিপক্ষ দলের তৃতীয় গোল টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। যারফলে, আরও অনেকটাই চাপ বেড়ে যায়। তবে দলের দুই বিদেশি তথা ভেক্টর ভাসকুয়েজ ও ফোবর্স প্রথম ম্যাচেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি‌। তবে দলের বাকিরা বেশকিছু ভুল করেছে। পরবর্তীতে সেগুলি সংশোধন করে এগোতে হবে।