অবশেষে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ শিবির (East Bengal)। স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব দেওয়া হল স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে (carles cuadrat)।
দলের দায়িত্ব নেওয়ার পর একটি বিশেষ মাধ্যম কে তিনি বলেন, “ইস্টবেঙ্গল প্রধান কোচ হিসেবে আসতে পেরে আমি খুব গর্বিত। ভারতীয় ফুটবলের এত ইতিহাস নিয়ে এই ক্লাব এত সাফল্য পাওয়ার পর আমাকে তাদের ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে এটি খুবই আনন্দদায়ক বিষয়। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আমি ভারতে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত। এমন একটি দেশ যাকে আমি খুব ভালোবাসি পাশাপাশি এখানে আমি বহু ঐতিহাসিক মুহুর্ত কাটিয়েছি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এখানে কাজ করব।”
উল্লেখ্য, আজ ঘন্টাকয়েক আগেই দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের বিদায়ের কথা জানানো হয়েছিল লাল-হলুদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই নতুন কোচের নাম ঘোষণা করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। বিগত কয়েকদিন ধরেই সার্জিও লোবেরার প্রসঙ্গ কে দূরে ঠেলে কার্লোস কুয়াদ্রাতের সাথে কথাবার্তা এগিয়ে নিয়ে যাচ্ছিল ইমামি ম্যানেজমেন্ট। এবার তাতেই পড়ল শিলমোহর। এবার দল গঠনের কাছে হাত দেবে লাল-হলুদ।
বলাবাহুল্য, ভারতে আসার ক্ষেত্রে। বেশ কয়েকটি শর্ত বজায় রেখেছিলেন এই স্প্যানিশ কোচ। এবার তার পরিকল্পনা মাফিক কাজ করতে মরিয়া ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, বছর কয়েক আগেই বেঙ্গালুরু এফসির হয় প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস কুয়াদ্রাত। তবে এবার লাল-হলুদের হয়ে ট্রফি জিততে মরিয়া তিনি।