Nikola Stojanovic: কলকাতার ময়দান ছাড়লেন নিকোলা

Nikola Stojanovic

আসন্ন মরশুমে আর সাদা কালো জার্সি গায়ে দেখা যাবে না মহামেডানের অধিনায়ক নিকোলা স্টেজানোভিচকে (Nikola Stojanovic)। শুক্রবার গতবারের আইলিগ রানার্স আপ ক্লাব এই খবর ট‍্যুইট করে জানি দিয়েছে।

২০২১ সালে মন্টেনেগ্রো’র ক্লাব পেত্রোভাক থেকে থেকে মহামেডানে যোগ দিয়েছিলেন নিকোলা। গত বছর জুন মাসে যোগ দিয়েছিলেন তিনি। আগষ্টে কলকাতা প্রিমিয়ার লিগের ম‍্যাচে সার্দান সমিতির হয়ে অভিষেক করেন তিনি। মহামেডান ৩-০ গোলে জেতে সেই ম‍্যাচ, নিকোলা একটি গোল’ও করেছিলেন।

   

গতবছর মহামেডানের হয়ে ডুরান্ড কাপের প্রতিটি ম‍্যাচেই খেলেছিলেন তিনি৷ নির্বাচিত হন অধিনায়ক’ও। বেঙ্গালুরু ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় তারা। যদিও ফাইনালে এফসি গোয়ার কাছে ১-০ গোলে হেরে যায় মহামেডান। মহামেডান’কে দীর্ঘ ৪০ বছর বাদে কলকাতা লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়া তার নেতৃত্বে গতবারের আইলিগের রানার্স আপ হিসেবে শেষ করেছিলো মহামেডান।

সাদা কালো ব্রিগেডের হয়ে ১৫ ম‍্যাচ খেলেছিলো এই মাঝমাঠের ফুটবলার, দুটো গোল’ও করেছিলেন তিনি।পরবর্তী মরশুমে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি’তে খেলার সম্ভাবনা প্রবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন