বড়সড় বদল দলের অন্দরে, কলকাতা লিগের বাইরে তুহিন, অতুল ও আদিত্য

গত ১৩ ই জুলাই কলকাতা লিগের (Calcutta League) প্রথম ম্যাচে রেনবো দলের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচের সময় এগোনোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে দলের ফুটবলারদলের মধ্যে।

Tuhin Das, Atul Unnikrishnan, Aditya Patra

গত ১৩ জুলাই কলকাতা লিগের (Calcutta League) প্রথম ম্যাচে রেনবো দলের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচের সময় এগোনোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে দলের ফুটবলারদলের মধ্যে। তবে ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারেনি কলকাতার এই প্রধান। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই পক্ষকে। তবে মরশুমের শুরুতেই চোট আঘাতের সমস্যা চিন্তায় ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট কে।

তাই এবার সাবধানতা অবলম্বন করে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে দল। জানা গিয়েছে কলকাতা লিগের বাকি ম্যাচ গুলিতে আর হয়ত খেলতে দেখা যাবে না ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের। আসলে অন্যান্য ক্লাব গুলির তুলনায় অনেকটাই দেরিতে অনুশীলন শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেড। যারফলে, পরবর্তী সময়ে ট্রায়াল থেকে ভালো ফুটবলার দলে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের তরফে। কিন্তু সেই ভাবনা ও খুব একটা কাজে দেয়নি। যারফলে, সিনিয়র দল থেকে একাধিক তরুণ ফুটবলারদের যুক্ত করা হয় এ দলে।

তাদের মধ্যে গত বৃহস্পতিবার প্রথম থেকেই মাঠে ছিলেন তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণন ও আদিত্য পাত্র। তবে ম্যাচের প্রথম ২১ মিনিটের মাথাতেই দেখা দেয় বিপত্তি। সতীর্থ ফুটবলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোট পান লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র। যারফলে, তৎক্ষণাত অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় এই তারকা কে। অন্যদিকে ম্যাচের শেষে বুকের ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন সিনিয়র দলে প্রমোট হওয়া আরেক ফুটবলার অতুল উন্নিকৃষ্ণন। এমনকি তুহিন দাসের ও চোট লাগে বেশ ভালো রকমের।

যারফলে, পরেরদিন আর দলের অনুশীলনে আসেননি আদিত্য আর অতুল। তুহিন মাঠে আসলেও দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেননি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামেই থাকতে হবে আদিত্য ও অতুল কে। এই পরিস্থিতি দেখেই এবার নয়া সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

শোনা যাচ্ছে, এই কোচের নির্দেশেই নাকি কলকাতা লিগের বাকি ম্যাচ গুলিতে সিনিয়র দলে প্রোমোট হওয়া কোনো ফুটবলার কে পুনরায় মাঠে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভিসা সমস্যা মিটে যাওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় আসার কথা কার্লোস কুয়াদ্রাতের। তবে স্পেনে বসেই এখন লাল-হলুদ দলের উপর নজর রাখছেন তিনি। এই কোচের নির্দেশেই এখন সিনিয়র দলের অনুশীলন করাচ্ছেন বিনো জর্জ। গত ম্যাচে তিন ফুটবলারের চোট যথেষ্ট চিন্তায় ফেলেছে এই আইএসএল জয়ী কোচকে।

পরবর্তীতে যাতে অন্যকোন ফুটবলার এভাবে চোটের কবলে না পড়ে সেজন্য এখন থেকেই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছেন তিনি। বিশেষ সূত্র মারফত খবর, প্রিমিয়ার ডিভিশন লিগএ অতুলদের আর খেলানো না হলেও আগামী মাসের ডুরান্ড কাপে দলে রাখা হতে পারে এই তিন ফুটবলার কে।