Calcutta League: জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে কলকাতা লিগ, থাকছে বিশেষ চমক

Excitement Builds for Calcutta League Kickoff with Spectacular Grand Event and Surprises

মাত্র অল্প কটা দিন তারপরেই শুরু হতে চলেছে বহু আলোচিত কলকাতা ফুটবল লিগ (Calcutta League)। তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া ও শুরু করে দিয়েছে ফুটবল সংস্থা। পূর্ব পরিকল্পনা মতো ২৫ তারিখ সার্দান সমিতি ও ডায়মন্ডহারবার এফসির ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও সেইসাথে থাকছে একাধিক চমক। শোনা যাচ্ছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু করার আগে রাখা হচ্ছে বেশ জমকালো অনুষ্ঠান। যতদূর খবর, অনেকটা এবারের আইপিএলের ধাঁচে হতে চলেছে অনুষ্ঠান পর্ব। এক্ষেত্রে আকর্ষণীয় লেজার শোয়ের পাশাপাশি হতে পারে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisements

বর্তমানে এই নিয়ে সেরকম কিছু জানানো না হলেও আগামী শুক্রবারের মধ্যে সমস্ত কিছুই জানানো হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ম্যাচের সময়ের বেশকিছু আগে থেকেই সাজানো হতে পারে গোটা পরিকল্পনা। মূলত লেজার শোয়ের পাশাপাশি থাকতে পারে বিশিষ্ট কিছু শিল্পীর পারফরম্যান্স। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে উঠেছে সকলের মধ্যে। তবে অন্যান্য বারের তুলনায় এবারের সূচনা যে অনেকটা অন্যরকম হবে তা কিন্তু বলাই চলে।

   
Advertisements

উল্লেখ্য, এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম খেলা ডায়মন্ডহারবার এফসি আর সার্দান সমিতি দিয়ে শুরু হলেও তিন প্রধানের খেলা শুরু হবে সেই জুলাই মাসে। আগামী মাসের ৫ তারিখ পাঠচক্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপারজায়ান্টস। তারপর ৬ তারিখ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। ঠিক কিছুদিন পরে অর্থাৎ ১০ জুলাই ওয়েস্টবেঙ্গল পুলিশের বিপক্ষে একাদশ নামাবে ইস্টবেঙ্গল।