Calcutta League: বিদেশি অ্যাপে দেখা যাবে কলকাতা লিগ, কারা নিচ্ছে এই দায়িত্ব?

গতবারের সমস্ত কিছু বদলে এবার নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে কলকাতা লিগ (Calcutta League)। সেইসাথে বদলে দেওয়া হয়েছে খেলোয়াড় নামানোর নিয়ম। আসন্ন এই ফুটবল লিগের…

Calcutta League

গতবারের সমস্ত কিছু বদলে এবার নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে কলকাতা লিগ (Calcutta League)। সেইসাথে বদলে দেওয়া হয়েছে খেলোয়াড় নামানোর নিয়ম। আসন্ন এই ফুটবল লিগের কথা মাথায় রেখে বিদেশি ফুটবলার খেলানো নিয়ে অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যা নিয়ে একটা সময় দেখা দিয়েছিল বিতর্ক।

মূলত আইএফএ’র তরফ থেকে জানানো হয়েছিল যে বিদেশি ফুটবলার ছাড়া এই লিগ আয়োজিত হলে দেশীয় ফুটবলাররা দল গুলিতে খেলার সুযোগ বেশি পেলেও স্পনসরশিপ থেকে শুরু করে ম্যাচের সম্প্রচার বিভাগের দায়িত্ব সব থেকেই হাত গুটিয়ে নিতে পারে একাধিক সংস্থা। যারফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে বঙ্গীয় ফুটবলের এই সংস্থা কে। তবে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আনার ভাবনা থাকবে তাদের।

   

এই নিয়ে পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠক কে বসেন আইএফএ কর্তারা। ঠিক হয়, এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়াই আয়োজন হবে এই প্রিমিয়ার ডিভিশন। সেক্ষেত্রে স্পনসরশিপ থেকে শুরু করে সম্প্রচার মাধ্যম গুলি কে বোঝানো হবে তাদের তরফে। কিন্তু সময়ের সাথে সাথে লিগ শুরু হওয়ার দিন এগিয়ে আসলে ও কারা করবে ম্যাচের সম্প্রচার, কিংবা কোথায় দেখা যাবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ তা নিয়ে সেরকম কিছুই জানা যাচ্ছিল না। অবশেষে, এবার সেই নিয়ে উঠে এলো নয়া তথ্য।

এবার একটি বিদেশি অ্যাপের মাধ্যমে দেখা যাবে কলকাতা লিগের সমস্ত ম্যাচের খেলা। বিশেষ সূত্র মারফত খবর, ইংল্যান্ডের স্পোর্টস টেলিকাস্ট টিমের অন্যতম অ্যাপ ‘ইন স্পোর্টস’ এর মাধ্যমে দেখানো হতে পারে আগত লিগের খেলা গুলি। যারফলে, এবার আর টেলিভিশন চ্যানেল নয়। বরং নিজেদের ফোনেই দেখা যাবে কলকাতা লিগের খেলা। যা নিঃসন্দেহে বিরাট বড় উদ্যোগ।