Calcutta League: সর্বোচ্চ গোলদাতার দৌড়ে কেরালার পালাক্কাড জেলার আশিক

বিদেশি ফুটবলারবিহীন কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League) । ভারতীয় খেলোয়াড়দের আরও সুযোগ করে দেওয়ার জন্য ফুটবল নিয়ামক সংস্থার এই সিদ্ধান্ত।

Mohammed Ashik

বিদেশি ফুটবলারবিহীন কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League) । ভারতীয় খেলোয়াড়দের আরও সুযোগ করে দেওয়ার জন্য ফুটবল নিয়ামক সংস্থার এই সিদ্ধান্ত। যার ফলে বাঙালি সহ দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছেন এবারের কলকাতা ফুটবল লীগে।

Advertisements

চলতি কলকাতা ফুটবল লীগে সমীহ করার মতো দল গঠন করেছে খিদিরপুর। শেষ পর্যন্ত লীগে ভালো অবস্থানে শেষ করতে চাইছে দল। ক্লাবের হয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন মুহামেদ আশিক এস। ইতিমধ্যে টুর্নামেন্টে চারটি গোল করছেন তিনি। তার সমানে রয়েছে CFL ২০২৩-এর সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার হাতছানি। কেরালা থেকে কলকাতার সফর খুব সহজ ছিল না।

বিজ্ঞাপন

“গত বছর কেরালা প্রিমিয়ার লীগে খেলেছিলাম। সেখান থেকে সুযোগ পেলাম নেপাল লীগে। নেপাল পুলিশ ক্লাবের হয়েও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখান থেকে এখন কলকাতায়, খিদিরপুরের হয়ে ভালো কিছু করার চেষ্টা করছি”।আশিক বলেছেন, “আমি একজন স্ট্রাইকার। আমার কাজই হল গোল করা। প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে এটা মাথায় রেখেই প্রতি ম্যাচে মাঠে নামি।”

ছবির মতো সুন্দর কেরালার পালাক্কাড জেলা। সেখানকার ছেলে আশিক। তেমনই খেলছেন সুন্দর। বড় পরিবার। মা, বাবার পাশাপাশি রয়েছেন তিন বোন, এক ভাই। নেপাল এবং এখন কলকাতায় খেললেও বাড়ির কথা মনে পড়ে যাওয়া স্বাভাবিক। তবে তিনি পেশাদার ফুটবলার। আগামী দিনেও নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেছেন। তার খেলা নজর কেড়েছে ভারতের একাধিক ক্লাবের। আই লীগের ২-৩ টি ক্লাবে খেলার সুযোগ তার কাছে রয়েছে বলে জানিয়েছেন মুহামেদ আশিক এস।