AIFF: অনূর্ধ্ব-২৩ ফুটবল শিবিরের উপর স্থগিতাদেশ ফেডারেশনের, কিন্তু কেন?

ফের খারাপ খবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। এবার এএফসির অনূর্ধ্ব-২৩ ক্যাম্পের উপর সাময়িক স্থগিতাদেশ নেমে আসল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে।

AIFF U-23 Football Camp

ফের খারাপ খবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। এবার এএফসির অনূর্ধ্ব-২৩ ক্যাম্পের উপর সাময়িক স্থগিতাদেশ নেমে আসল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগামী সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব ২৩ দলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হলেও চলতি ডুরান্ড কাপের পাশাপাশি অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলির কথা মাথায় রেখে এত তাড়াতাড়ি ফুটবলারদের ছাড়তে নারাজ দেশের একাধিক ফুটবল ক্লাব।

যারফলে, আগামী ১২ই আগস্ট থেকে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু হওয়ার পর ২০শে আগস্ট তা চূড়ান্ত করার কথা থাকলেও এবার পিছিয়ে যেতে চলেছে এই প্রস্তুতি শিবির।

এই প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি সাজি প্রভাকরন সমস্ত ক্লাব গুলিকে একটি চিঠি দিয়ে লেখেন, গত কয়েকদিন আগেই ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয়েছে এবারের ডুরান্ড কাপ। পাশাপাশি নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে প্রি সিজেন ও শুরু করে দিয়েছে আইএসএলের ক্লাব গুলি। তাই সবদিক বিবেচনা করেই এবারের অনূর্ধ্ব-২৩ শিবিরের দিনক্ষণের বদল আনা হয়েছে। এক্ষেত্রে সময় ও স্থানের বদল করা হলেও পূর্ব ঘোষিত তালিকা অনুযায়ী শিবিরে যোগদান করবেন ফুটবলাররা।

এবারের ম্যাচ সূচি অনুযায়ী, আগামী ৬ ই সেপ্টেম্বর মালদ্বীপের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তারপর দুইদিন বিশ্রাম নিয়ে আগামী ৯ই সেপ্টেম্বর আয়োজক দেশ চীনের মুখোমুখি হতে হবে ব্লু টাইগার্সদের। এরপর আগামী মাসের ১২ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে হবে ফুটবলারদের।