Calcutta Football League: এক ঝাঁক আদিবাসী ফুটবলার তুলে আনছে শতাব্দী প্রাচীন ক্লাব

Howrah Union Trials

শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। তার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে ক্লাবগুলো। যার মধ্যে অন্যতম হাওড়া ইউনিয়ন। নতুন মরসুমে এক ঝাঁক আদিবাসী ফুটবলার, গ্রামের ছেলেদের দেখা যেতে পারে হাওড়া ইউনিয়নের জার্সিতে।

Advertisements

একশো বছরে পড়েছে হাওড়া ইউনিয়ন ক্লাব। ১৯২২ সালে শুরু হয়েছিল পথ চলা। এখন ২০২২ সাল। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবগুলোর বিরুদ্ধে এবার টক্কর দেওয়ার জন্য নিজেদের তৈরি করছে হাওড়া ইউনিয়ন।

ফুটবলার বা দল গঠনের ব্যাপারে যেমন চমক থাকছে, তেমনই চমক রয়েছে কোচিংয়ের ক্ষেত্রেও। আগামী মরসুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে দল খেলতে নামবে। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছে ভার্গব গুহ ঠাকুরতা। ফুটবল মাঠের প্রোফাইল দারুণ কিছু না হলেও, লেখাপড়ার জগতে তাঁর আলাদা জায়গা রয়েছে।

Advertisements

ভার্গব গুহ ঠাকুরতার কাছে ইতিমধ্যে রয়েছে কোচিং করানোর লাইসেন্স। সেই সঙ্গে রয়েছে রসায়নে পিএইচডি করার ডিগ্রি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেমিস্ট্রিতে পিএইচডি করেছিলেন। তাঁর দলের একাধিক ফুটবলার রয়েছেন পুরুলিয়া থেকে। এছাড়াও গ্রাম বাংলার ছেলেরাও নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবেন।