সেয়ানে সেয়ানে টক্কর। এবারের কলকাতা ফুটবল লীগে (Calcutta Football League) নেই কোনো বিদেশি ফুটবলার। সব দলে দেশীয় প্রতিভার ছড়াছড়ি। কাগজে কলমে উনিশ বিশের পার্থক্য। এই পরিস্থিতিতে হেরে গেল অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। একটি মাত্র গোল করল ম্যাচের মীমাংসা। জিতল কালীঘাট।
মঙ্গলবার কলকাতা ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট এবং ডায়মন্ড হারবার এফসি। সাম্প্রতিক ফর্মের বিচারের ম্যাচের শুরুতে এগিয়ে ছিল ডায়মন্ড হারবার এফসি। কিবু ভিকুনার প্রশিক্ষণে থাকা দলটি এবারের কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার। পয়েন্টের বিচারে তারা টেক্কা দিচ্ছিল মোহন বাগান সুপার জায়ান্টকে। অন্য দিকে এদিনের ম্যাচ মাঠে নামা কালীঘাটের স্কোয়াডেও তারুণ্য ও প্রতিভার ছড়াছড়ি। বৃষ্টি বিধান নগরের মাঠে হাড্ডাহাড্ডি হয়েছে ম্যাচ।
বিরতির আগে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েছিল কালীঘাট। অসিত হেমব্রমের করা গোল এগিয়ে গিয়েছিল দল। যদিও লড়াইয়ে ফিরে আসার জন্য পুরো দমে চেষ্টা চালিয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু আজকের দিনটি তাদের ছিল না। ফলত সুযোগ তৈরি করেও সমতায় ফেরাতে পারেনি অভিষেক ব্যানার্জীর ফুটবল ক্লাব।
অসিত হেমব্রম গোল করলেও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কালীঘাট মিলন সংঘের অধিনায়ক মদন মান্ডি। মদন উত্তরপাড়া নেতাজী সুভাষ ব্রিগেডের ছাত্র। এদিনের ম্যাচে তার পা থেকে তৈরি হয়েছিল একাধিক আক্রমণ। কালীঘাটের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি হেরে যাওয়ায় সুবিধা হয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্টের। পয়েন্টের ব্যাপারে বাগানকে চ্যালেঞ্জ জানাচ্ছিল ডায়মন্ড হারবার। বাগানের ফর্ম বজায় থাকলে অচিরেই তারা পিছনে ফেলতে পারবে কলকাতা ফুটবল লীগের অন্যতম শক্তিশালী এই দলকে।