Calcutta Football League: এরিয়ানের বিদেশি ফরোয়ার্ডও খুব ভালো: বিনো জর্জের

গত রবিবার কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এফসি গোলশূন্য ড্র করেছে খিদিরপুর এফসির বিরুদ্ধে। দলের রিজার্ভ ফুটবলারেরা…

Bino George

গত রবিবার কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এফসি গোলশূন্য ড্র করেছে খিদিরপুর এফসির বিরুদ্ধে। দলের রিজার্ভ ফুটবলারেরা গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর বুধবার, নৈহাটি স্টেডিয়ামে।

অন্যদিকে,গত রবিবার লিগের ম্যাচে এরিয়ানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব। এরিয়ান দুটো গোল হজম করেছে ডিফেন্স লাইনে ব্যাড ক্লিয়ারেন্স করে। স্বভাবতই এরিয়ান ফুটবলারেরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলায় একই ভুল করতে চাইবে না। সোমবার, ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্ট থেকে লাউড এন্ড ক্লিয়ার বার্তা ছুঁড়ে দিয়েছে যে, এরিয়ানের বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেডের খেলোয়াড়রা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে।

এদিকে সোমবারই কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল হেডকোচ বিনো জর্জ আগামী বুধবার এরিয়ান ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়াতে বলেন,”এরিয়ানের বিপক্ষে আমাদের রিজার্ভ দল কেমন পারফর্ম করে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।” এরিয়ান দল প্রসঙ্গে লাল হলুদ কোচ বলেন,” তাদের স্নেহাশীষ, প্রদীপ (প্রাক্তন দিল্লি ডায়নামোস), লাল্টুর মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। শুনেছি তাদের বিদেশি ফরোয়ার্ডও খুব ভালো।” প্রতিপক্ষ এরিয়ান স্পোটিং ক্লাবকে ইস্টবেঙ্গল কোচ কোনভাবেই হাল্কাভাবে নিতে নারাজ তা বোঝা যায় যখন বিনো জর্জ বলতে থাকেন,”এরিয়ান বরাবরই বড় দলগুলোর শক্ত প্রতিপক্ষ।”

কলকাতা লিগের প্রথম ম্যাচে লাল হলুদ শিবির খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে ড্র করেছে এই নিয়ে বিনো জর্জের প্রতিক্রিয়া, খিদিরপুর এবছর সিএফএলে এরিয়ানের চেয়ে শক্তিশালী ছিল। এরিয়ানের কাছে যোগ্যতা অর্জনের সুযোগ অনেকটাই দূরে রয়েছে। আত্মবিশ্বাসী ইমামি ইস্টবেঙ্গল কোচ বলেন,”আশা করি তাদের বিপক্ষে আমরা জিতব।”

বিপক্ষ এরিয়ান দলের শক্তি নিয়ে ইমামি ইস্টবেঙ্গল হেডকোচ বিনো জর্জ রীতিমতো হোমওয়ার্ক সেরে ফেলেছেন এবং এরিয়ান ফুটবল টিমের প্রতিটি ফুটবলারদের নিয়েও অঙ্ক কষা শুরু করে দিয়েছেন এটা বোঝা যায় যখন তিনি বলেন, তাদের তরুণ স্ট্রাইকার অমরনাথ বাস্কে খুবই প্রতিভাবান খেলোয়াড়।”

খিদিরপুর এফসির বিরুদ্ধে দলের রিজার্ভ ফুটবলারেরা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।কিন্তু লাল হলুদ সমর্থকরা প্রিয় দলের খেলোয়াড়দের খেলা দেখে মোটেও হতাশ নয়। দলের পাশে থেকে তরুণ তুর্কি ব্রিগেডকে উৎসাহিত করে চলেছে লাল হলুদ সমর্থকরা।