দুশোর বেশ রান করেও রক্ষে নেই। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে জেতা ম্যাচ হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্স। বৃথা গেল সুনীল নারিনের করা সেঞ্চুরি। শেষ বলে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। ম্যাচের নায়ক জস বাটলার। তিনিও করলেন শতরান।
চলতি মরসুমে দলের যখনই দরকার হয়েছে তখনই জ্বলে উঠেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার (৬০ বলে অপরাজিত ১০৭ রান)। কিছু দিন আগে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলেছিলেন ম্যাচ জয়ী ইনিংস। আজ খেললেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। বিরাট কোহলির সেঞ্চুরি ম্লান করার পর এদিন জল ঢাললেন সুনীল নারিনের সেঞ্চুরির (৫৬ বলে ১০৯ রান) ওপর।
প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ২২৩ রান করেছিলাম কেকেআর। হারিয়েছিল ৬ উইকেট। ওপেনার ফিল স্লট তাড়াতাড়ি আউট হলেও ধুমধারাক্কা চালিয়ে খেলেন নারিন। করেন সেঞ্চুরি। নারিনের সঙ্গে তরুণ আংকৃশ রঘুবংশী (১৮ বলে ৩০ রান ) অল্প সময়ের মধ্যে খেলেছিলেন বিস্ফোরক ইনিংস। তারপর রিংকু সিংয়ের ৯ বলে ২১ রানের ছোটো ক্যামিও। দলের মিডল অর্ডার ফ্লপ।
কলকাতা নাইট রাইডার্সের বোলিং ও ফিল্ডিং এদিন হতাশ করেছে। মিচেল স্টার্ক ৪ ওভার বল করে দিলেন ৫০ রান। কোনো উইকেট নিতে পারেননি। বৈভব অররা এক উইকেট নিলেও ৩ ওভারে দিয়েছেন ৪৫ রান। হর্ষিত রান দুই উইকেট নিয়ে ওভার প্রতি এগারো রানের কিছু বেশি দিয়েছেন। এদিনের ম্যাচের পর কলকাতার বোলিং নিয়ে থাকল অনেক প্রশ্ন।