Sunday, December 7, 2025
HomeSports NewsBright Enobakhare: আইনি সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ব্রাইট

Bright Enobakhare: আইনি সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ব্রাইট

- Advertisement -

চলতি দলবদলের বাজারে ফের আরেকবার নাইজেরিয়ার ফরোয়ার্ড Bright Enobakhare’র ইস্টবেঙ্গলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল৷ যদিও সেই সময় একদল ফুটবল বোদ্ধারা সেই খবর ভিত্তিহীন বলেই উড়িয়েছিল।

আরও পড়ুন: SSC Scam: ‘ওটা লভ্যাংশ ভাগের অফিস’, অভিষেককে প্রবল আক্রমণে সেলিম

   

কিন্তু সূত্রের মারফত শেষ যে খবর এসেছে, তাতে ফের আরেকবার ব্রাইটের লাল হলুদে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ার ফরোয়ার্ড বর্তমানে ইজরায়েলের প্রিমিয়ার লিগের ক্লাব হাপোয়েল জেরুজালেমে খেলেন।

আরও পড়ুন: SSC Scam: চাপে পড়েছেন মমতা, মন্ত্রীত্ব যাচ্ছে পরেশের

বর্তমানে ইজরায়েলে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়েছেন তিনি৷ আর তার জেরেই যতোরকম সমস্যার উদ্রেক। তবে জানা যাচ্ছে, ব্রাইটের সেই সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে৷ আর তারপর ফের আরেকবার ইস্টবেঙ্গলে ফিরতে কোনও প্রকার সমস্যা নেই তার৷ তাই আগামী মরশুমে তাকে আরেকবারের মতো ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular