নতুন মরসুমে কোথায় যোগ দেবেন কালটাক?

বিগত কয়েক বছর ধরেই ক্লাব ফুটবলে বারংবার উঠে এসেছে ব্রায়ান কালটাকের (Brian Kaltak) নাম। বর্তমানে সেই নিয়েই সরগরম দল বদলের বাজার। সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে…

Brian Kaltak

বিগত কয়েক বছর ধরেই ক্লাব ফুটবলে বারংবার উঠে এসেছে ব্রায়ান কালটাকের (Brian Kaltak) নাম। বর্তমানে সেই নিয়েই সরগরম দল বদলের বাজার। সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে যে কালটাকের সম্ভাব্য গন্তব্য হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও এই চুক্তি নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সূত্রের খবর, ভানুয়াতুর এই ডিফেন্ডারকে নিয়ে যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করেছে মোহনবাগান। বর্তমানে ভানুয়াতু জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বছর একত্রিশের এই তারকা। 

ক্লাব ফুটবলে অস্ট্রেলিয়ার এ-লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে অসাধারণ দক্ষতার সাক্ষী করে চলেছেন এই ডিফেন্ডার। গত ২০২২-২৩ মরসুমে একজন ইনজুরি রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে মেরিনার্সে যোগ দিলে ও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন নিজেকে। যারফলে দলের রক্ষণভাগের মেরুদণ্ড হয়ে ওঠেন ছিল তারকা। তাঁর সক্রিয়তায় দুইবার এ-লিগ চ্যাম্পিয়নশিপ জয় করার পাশাপাশি একটি প্রিমিয়ার্স ট্রফি এবং ২০২৩-২৪ এএফসি কাপ নিজেদের ঘরে তোলে এই ফুটবল ক্লাব। বলতে গেলে কালটাকের জমাটবাঁধানো রক্ষণের পাশাপাশি বল নিয়ন্ত্রণের ক্ষমতা তাঁকে এ-লিগের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

   

Also Read | মেসি-সেলিসদের বিদায় জানাচ্ছে ইস্টবেঙ্গল, কবে শেষ হবে চুক্তি?

সেই সুবাদে দুইবার পিএফএ টিম অফ দ্য সিজনে নির্বাচিত হয়েছেন ব্রায়ান কালটাক। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী করে তুলতে পারে যেকোন ফুটবল দলের রক্ষণভাগকে। একটা সময় ভানুয়াতু ফুটবল ফেডারেশনের টিওমা অ্যাকাডেমি থেকে উঠে আসেন কালটাক। পরবর্তীতে স্থানীয় ক্লাব এরাকোর গোল্ডেন স্টার এফসি-তে যোগ দেন তিনি। সেখান থেকেই গত ২০১৮ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে চুক্তিবদ্ধ হন এই তারকা। সেখান থেকেই গত ২০২০ সালে নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে প্রথম ভানুয়াতু খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন। ২০২২ সালে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ট্রায়ালের সময় তিনি হাঁটুতে চোট পান, কিন্তু কোচ নিক মন্টগোমারি তাঁর সম্ভাবনা দেখে তাঁকে দলে ফিরিয়ে আনেন।

তাঁকে ফিরিয়ে এনে কোচ যে ভুল কিছু করেননি সেটা প্রমাণ করে দেন কালটাক। তবে গত কয়েকদিন আগেই মেরিনার্সের কোচ মার্ক জ্যাকসনের তরফে জানা যায় যে মরসুম শেষেই ক্লাব ছাড়বেন এই বিদেশি ডিফেন্ডার। জ্যাকসনের কথায় , “ব্রায়ান আমাদের কাছে এ বছরের শুরুতে বলেছিলেন যে তিনি বিদেশে, বিশেষ করে এশিয়ায় খেলতে চান। আমরা তাঁর সঙ্গে নতুন চুক্তির জন্য আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল। আমাদের তাঁর ইচ্ছাকে সম্মান করতে হবে।” কালটাক এ পর্যন্ত মেরিনার্সের হয়ে সব প্রতিযোগিতায় ১০০টি ম্যাচ খেলেছেন এবং তাঁর অবদান ক্লাবের ঐতিহাসিক ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Also Read | কাইফের কটাক্ষ! প্রাক্তন মেন্টোরের বাঁ-ডান কৌশল অকার্যকর

যালফলে তাঁর ভারতে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। সেক্ষেত্রে সবার আগেই উঠে আসে মোহনবাগানের নাম। বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও রয়েছে তাঁদের ঝুলিতে। এক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা থাকবে দলের সকল ফুটবলারদের। সেক্ষেত্রে আগের থেকে ও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা থাকবে ম্যানেজমেন্টের। ব্রায়ানের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে।

Advertisements