Mohun Bagan: বড় আপডেট! আরও শক্তিশালী দল গঠন করতে পারে মোহনবাগান

Mohun Bagan Set to Strengthen Squad

সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। দ্বিতীয় লেগের জন্য নিজেদের তৈরি রাখছেন দলের ফুটবলাররা। মাঠের পাশাপাশি মাঠের বাইরে মোহনবাগানের গতিবিধি এখন কী সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে।

চলতি মরসুমে লিগ শিল্ড জেতার সুবাদে আবারও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সবুজ মেরুন নৌকা বেশি দূর এগোতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছিল বাগানের।

   

আরও পড়ুন: Mohun Bagan Fans: সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিশেষ আয়োজন ম্যানেজমেন্টের

এএফসি প্রতিযোগিতার কথা মাথায় রেখেই বেশি বাজেট দিয়ে দল গঠন করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, সাহাল আব্দুল সামাদ, আনোয়ার আলি, অনিরুধ থাপা-দের স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ফলে মোহনবাগান সমর্থকরা আশাহত হয়েছিল। এরপর লিগ শিল্ড জেতার পর আবারও ভারত সেরা ফুটবল দলের তকমা পেয়েছে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জিতলে এক মরসুমে তিনটি ট্রফি জিততে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন: Mohun Bagan SG: কাজ চলছে তলে তলে, তবে ফোকাসে এখন শুধুই ISL ট্রফি

ট্রফি জেতার লক্ষ্য নিয়েই এবারের দল গঠন করা হয়েছিল। এক মরসুমে তিনটি ট্রফি জেতা বিশ্বের যে কোনও ফুটবল দলের জন্যই বড় সাফল্য। তিন নম্বর ট্রফি আসবে কি না সেটা পরের কথা। আপাতত যা খবর তাতে আগামী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট হতে পারে আরও শক্তিশালী। বর্তমান স্কোয়াডের অধিকাংশ ফুটবলারকে ধরে রেখেই করা হতে পারে সংযোজন-বিয়োজন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন