Alex Lima: ব্রাজিলিয়ান চমক ইস্টবেঙ্গলে, আসছে আইএসএল মাতানো ফুটবলার

এখনও অবধি ইভান গোঞ্জালেজ ছাড়া কোনও বিদেশি ফুটবলার নিশ্চিত নয় ইস্টবেঙ্গলে। তালিকায় একাধিক নাম থাকলেও সেই সব জল্পনা ছাড়া আর কিছুই নয়,সেটা স্পষ্ট হয়েছে ক্রমশ।…

Brazilian midfielder Alex Lima

এখনও অবধি ইভান গোঞ্জালেজ ছাড়া কোনও বিদেশি ফুটবলার নিশ্চিত নয় ইস্টবেঙ্গলে। তালিকায় একাধিক নাম থাকলেও সেই সব জল্পনা ছাড়া আর কিছুই নয়,সেটা স্পষ্ট হয়েছে ক্রমশ। তবে এরমধ্যে আরেক ফুটবলারের নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের সাথে । তিনি হলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স লিমা (Alex Lima)।

আরও পড়ুন: CFL : জিতেন-জাদু অব্যাহত, ইস্টবেঙ্গল বাতিল প্লাজাও গোল করলেন

৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে জামশেদপুর এফসি’র হয়ে খেলেছিলেন৷ ২২ টা ম‍্যাচ খেলেছিলেন, একটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছিলেন। তার সেই একমাত্র গোল এসেছিলো এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।

আরও পড়ুন: Bidesh Basu: উলুবেড়িয়াকে ফুটবলমনস্ক করার দৌড় বিদেশ বসুর

গত কয়েকদিন ধরে চলছিলো দারুণ জল্পনা। আইএসএলে খেলা কোনও পরিচিত বিদেশি ফুটবলার’কেই আনতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এবার আলেক্স লিমা’কে দলে নেওয়ার সাথে সাথে সেই বিষয়টি স্পষ্ট হলো। জামশেদপুরের সাথে চুক্তি শেষ হয়েছিলো লিমার। ফ্রি এজেন্ট হিসেবে সই করলেন তিনি লাল হলুদে।

Advertisements

আরও পড়ুন: East Bengal : লাল-হলুদে চূড়ান্ত বিস্ময় প্রতিভা পাপুইয়া? জেনে নিন সত্যিটা

কেরিয়ারে অধিকাংশ সময়টাই মেজর লিগ সকারে খেলেছিলেন এই ফুটবলার ।খেলেছেন শিকাগো ফায়ার এবং হিউস্টন ডায়নামোর মতো দলে। এছাড়াও কোরিয়া এবং ভিয়েতনামের বিভিন্ন ক্লাবে খেলেছিলেন।