পিছিয়ে থেকেও মঙ্গলবার ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল (Copa America) নিশ্চিত করেছে কলম্বিয়া (Brazil vs Ecuador)। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। ফ্রি কিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা।
Turkey: ইউরোয় তরুণ তুর্কিদের উত্থান, অস্ট্রিয়াও এবার দিয়েছিল চমক
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে প্রথমার্ধের স্টপেজ টাইমে ড্যানিয়েল মুনোজের সমতাসূচক গোল কলম্বিয়ার জন্য নিশ্চিত করেছিল পয়েন্ট। এই ম্যাচের পর কলম্বিয়া ‘ডি’ গ্রুপের বিজয়ী হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। শনিবার অ্যারিজোনার গ্লেনডেলে গ্রুপ সি রানার্স-আপ পানামার মুখোমুখি হবে।
Se vienen los Cuartos de Final de la CONMEBOL Copa América™ ✨ pic.twitter.com/nTf5m7Yh9b
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 3, 2024
গ্ৰুপের দ্বিতীয় স্থান অধিকারী দল হিসেবে নক আউট পর্বে উঠেছে ব্রাজিল। পরের পর্বে সেলেকাওদের খেলতে হবে উরুগুয়ের বিরুদ্ধে (Brazil vs Uruguay)। এবারের কোপা আমেরিকার অন্যতম উত্তেজক ম্যাচ হতে পারে এটি। টুকরো টুকরো কিছু দ্বৈরথের দিকে ফুটবল প্রেমীদের নজর থাকবে।
Mohun Bagan SG: ব্যারাকপুরে আটকে গেল মোহন-তরী
মঙ্গলবার হামেস রদ্রিগেজকে বেপরোয়া ফাউলের জন্য টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকাকে ছাড়াই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। কলম্বিয়ার প্লে মেকার হামেস রদ্রিগেজেও ফ্রি-কিক থেকে গোল করতে পারতেন। অ্যালিসন সে যাত্রায় উদ্ধার করে ব্রাজিলকে। ব্রাজিল এক গোলে এগিয়ে থাকলেও প্রথমার্ধ জুড়ে কলম্বিয়াকে আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। স্টপেজ টাইমে গোল পেয়ে যায় তারা। ক্রিস্টাল প্যালেসের উইং ব্যাক মুনোজ অভিজ্ঞ ফরোয়ার্ড জন কর্ডোবার দুর্দান্ত পাস থেকে গোল করে কলম্বিয়ার জন্য পয়েন্ট নিশ্চিত করেন।
২০২২ সালের শুরুতে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত কলম্বিয়া। দ্বিতীয়ার্ধেও তাদের গেম প্লে হয়েছিল পরিকল্পনা মাফিক। সুযোগ কাজে লাগাতে পারলেও ব্রাজিলের বিরুদ্ধে আরও গোল পেয়ে যেতে পারতো।