
ক্লাবের চিরপরিচিত মুখ ব্রান্ডন ফার্নান্দেজের (Brandon Fernandes) হাতে আগামী মরশুমের আইএসএলে দল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এফসি গোয়ার (FC Goa)।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও সেইরটন ফার্নান্দেজ, গ্লেন ফার্নান্দেজ এবং মার্ক ভিয়েলেন্তের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।
২০১৭ সাল থেকে গোয়ার হয়ে খেলে ব্রান্ডন।এখনও অবধি সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ক্লাবের হয়ে ৮৫ টা ম্যাচ খেলেছিলেন তিনি শেষ ৫ মরশুমে।
২০১৯ সালে এফসি গোয়া’কে প্রথম বারের মতো সুপার কাপ জেতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রান্ডন।পরবর্তী সময় গোয়া’কে আইএসএলের উইনার্স শিল্ড এবং একুশের ডুরান্ড জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










