FC Goa vs Jamshedpur FC: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় কলিঙ্গ সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছে এফসি গোয়া। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সে কথা ভালো মতোই জানতেন দলের স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজিয়েছিলেন তিনি। ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে ওদেই ওনাইন্ডিয়া হোক কিংবা বোরহা হেরেরা, প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছিল দলের সকল ফুটবলারদের। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি জামশেদপুর।
ম্যাচের প্রথম কোয়ার্টার অতিক্রম করে সময় যত এগিয়েছে ততই বল দখলের জোর লড়াই দেখা গিয়েছিল উভয় দলের মধ্যে। সুযোগ বুঝেই আক্রমণে উঠতে শুরু করেছিল দুই দলের ফুটবলাররা। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না কারোর পক্ষেই। তারপর ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় সুযোগ বুঝেই গোল তুলে নেয় এফসি গোয়া। ২২ মিনিটের মাথায় প্রতিআক্রমণে উঠে আসতে শুরু করেছিল উদান্তা সিংয়ের মতো ফুটবলাররা। দলের বিপদ বুঝতে পেরেই ঝাঁপ দিয়ে কোনওরকমে আক্রমণ প্রতিহত করেছিলেন জামশেদপুর এফসির গোলরক্ষক অ্যালবিনো গোমস।
তবে বল সম্পূর্ণ বিপদমুক্ত হয়নি। সেই সময় জামশেদপুরের এক ডিফেন্ডার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। বরং ফিরতি বল সহজেই চলে যায় স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরার কাছে। তারপর আর খুব একটা ভুল করেননি এই তারকা ফুটবলার। সেকেন্ড পোষ্টের গা ঘেঁষে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকবার আক্রমণ করে গোল তুলে নিতে তৎপর ছিল জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে জামশেদপুর এফসির অন্যান্য ফুটবলাররা।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলেই এগিয়ে রয়েছে গোয়া শিবির। দ্বিতীয়ার্ধে ও আক্রমনাত্মক ফুটবল খেলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে মানোলো মার্কুয়েজের ছেলেদের। অপরদিকে গোল তুলে নিয়ে ম্যাচে ফিরে আসাই প্রধান লক্ষ্য খালিদ জামিলের ছেলেদের।