
বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। আইএসএলের পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। শেষ সিজনে আইএসএলের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরাজিত হতে হয়েছিল আইএসএল জয়ী ফুটবল দল বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে সুনীল ছেত্রীর বিতর্কিত গোলে বদলে যায় সমস্ত কিছু। তার প্রতিবাদেই মাঠ থেকে খেলোয়াড়দের তুলে নিয়েছিলেন কেরল দলের কোচ ইভান ভুকমানোভিচ। শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নতুন মরশুমের শুরু থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে কেরালা ব্লাস্টার্স।
এবছর লিগশিল্ড জিতে পরবর্তীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলাই অন্যতম লক্ষ্য তাদের। তাই সবদিক মাথায় রেখেই গত কয়েকদিন আগে নিজেদের শক্তি বাড়াতে পুরোনো সৈনিককে দলে ফেরায় ভুকোমানোভিচ। কিছু সময় আগেই তাকে নাইজেরিয়ান তারকাকে লোনে গোকুলাম কেরালায় সেটা পাঠিয়েছিল কেরালা ব্লাস্টার্স। তবে এবার তাকে ইমানুয়েলকে সামনে রেখেই খেতাব জয়ের স্বপ্ন দেখছে দল। এই নাইজেরিয়ান তারকার আসার দরুন দক্ষিণের ফুটবল দল যে আরো শক্তিশালী হয়ে উঠবে তা কিন্তু বলাই চলে। কিন্তু এসবের মাঝেই চাপের পরিস্থিতি তৈরি হল দলের অন্দরে।
এবার গুরুতর চোট এসেছে দলের আরেক বিদেশি ফুটবলার কোয়েমি পেপড়ার। বর্তমানে যা পরিস্থিতি তাতে এই মরশুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। উল্লেখ্য, গত জামশেদপুর ম্যাচের সময় খেলতে গিয়ে কুঁচকিতে বড়সড় চোট পান এই বিদেশী ফুটবলার। যার দরুন মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে। পরবর্তীতে তার চিকিৎসা করা হলে জানা যায়, আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা কেরল শিবিরে।










