Mumbai City FC: মুম্বাই সিটির এই ফুটবলারকে দলে টানতে মরিয়া ওডিশা

এবারের ফুটবল মরশুমে মোহনবাগান দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যারফলে, আগামী মরশুমে এএফসি কাপ খেলতে দেখা যাবে এই…

Mumbai City FC, Bipin Singh

এবারের ফুটবল মরশুমে মোহনবাগান দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যারফলে, আগামী মরশুমে এএফসি কাপ খেলতে দেখা যাবে এই ফুটবল দলকে। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে রনবীর কাপুরের ফুটবল ক্লাব। প্রথমেই তারা দলের কোচ পেট্রো ক্র্যাটকির সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই মতো গতকাল এই কিরঘিজ কোচের সাথে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বলাবাহুল্য, বাকিংহামের পরবর্তীতে যথেষ্ট দক্ষতার সাথে এ দলের দায়িত্ব সামাল দিয়ে আসছেন ক্র্যাটকি।

Naihati: কোচের বাড়িতে থেকে অনুশীলন, দেশের হয়ে পদক জিততে মরিয়া খড়গপুরের মাজিদা

   

তার উপস্থিতি আগামী দিনে দলকে যে আরো মজবুত করে তুলবে তা নিঃসন্দেহে বলাই চলে। কিন্তু মরশুম শেষ হতেই মুম্বাইয়ের ঘর ভেঙে একের পর এক ফুটবলারদের দলে টানছে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে চেন্নাইন‌ এফসির পাশাপাশি আরও একাধিক ক্লাবগুলি। বলা বাহুল্য, নতুন সিজেনে সুনীল ছেত্রীর ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি সহ আরো এক বিদেশি ফুটবলার।

Komron Tursunov: আইএসএল খেলার পথে কোমরন তুরসুনভ?

এছাড়াও তাদের দলের দাপুটে ফুটবলার আপুইয়ার দিকে নজর রয়েছে কলকাতা ময়দানের দুই প্রধানের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এই সিজনের শুরুতে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে প্রথমদিকে অনেকটাই এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু পরবর্তীতে অধিক অঙ্কের প্রস্তাবে রাজি হয়ে রাহুল ভেকের দলে যুক্ত হন এই তারকা।

তবে সেখানেই শেষ নয়। এবার মুম্বাই দলের আরেক ফুটবলার বিপিন সিংয়ের দিকে ও নজর রয়েছে ওডিশা এফসির। গত সিজনে সুপার কাপ জিতলেও এ বছর কার্যত খালি হাতেই মরশুম শেষ করতে হয়েছে সার্জিও লোবেরার দলকে। কিন্তু নতুন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জগন্নাথের রাজ্যের এই শক্তিশালী ফুটবল ক্লাব। কিন্তু মুম্বাই ছেড়ে আদৌ ওডিশার এই লেফট উইঙ্গার পাড়ি দেন কিনা, সেটাই দেখার বিষয়।