Naihati: কোচের বাড়িতে থেকে অনুশীলন, দেশের হয়ে পদক জিততে মরিয়া খড়গপুরের মাজিদা

নিজস্ব প্রতিবেদন: সোনার পদক জিতে নৈহাটির (Naihati) মুখ উজ্জ্বল করেছিলেন খড়গপুরের মাজিদা খাতুন (Majida Khatun)। ১৭ বছর বয়সী মাজিদা এখন ইন্দ্রনয়ন মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী।…

Majida Khatun wants to win international medal from naihati academy

নিজস্ব প্রতিবেদন: সোনার পদক জিতে নৈহাটির (Naihati) মুখ উজ্জ্বল করেছিলেন খড়গপুরের মাজিদা খাতুন (Majida Khatun)। ১৭ বছর বয়সী মাজিদা এখন ইন্দ্রনয়ন মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী। সেই সঙ্গে শিখছেন অ্যারোবিক জিমন্যাস্টিকস। আগামী দিনে খেলতে যাবেন আন্তর্জাতিক মঞ্চে। পদক জয়ের লক্ষ্য নিয়েই বিদেশে পারি দিতে চাইছেন মাজিদা।

মাজিদার বাড়ি খড়গপুরে। প্রশিক্ষক সম্রাট পাল থাকেন নৈহাটিতে। অনুশীলন করান নৈহাটি পঞ্চানন তলার নিউ অ্যাথলেটিক ক্লাবে। ২০১৮ সল্ থেকে তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন মাজিদা। পড়াশুনা সামলে ডেইলি প্যাসেঞ্জারি করে খড়গপুর-নৈহাটিতে যাতায়াত করা সম্ভব নয়। পরিবারের নেই আর্থিক স্বচ্ছলতা। কোচ সম্রাট পাল এই সমস্যার সমাধান করেছেন। তাঁর বাড়িতেই থাকেন মাজিদা খাতুন ও তাঁর মা।

   

Komron Tursunov: আইএসএল খেলার পথে কোমরন তুরসুনভ?

গত মার্চ মাসের ২২ থেকে ২৪ তারিখে জম্বু কাশ্মীরে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ইন্ডিভিজুয়াল ওমেন ট্রাইওতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক জয় করেন মাজিদা খাতুন। মাজিদা কিংবা তাঁর পরিবার এখানেই থেমে থাকতে চাইছেন না। আরো ভালো করে জিমন্যাস্টিক শিখে উজ্জ্বল করতে চাইছেন দেশের মুখ।

চলতি মাসেই রয়েছে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। ২৫ থেকে ২৬ শে মে মাসে জাপানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আগামী দিনে ভিয়েতনামের মাটিতে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। জাপান সফরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা না থাকলেও ভিয়েতনাম সফরে মাজিদা আপাতত অনিশ্চিত। কারণ আর্থিক সমস্যা। সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন তিনি।

বিতর্কিত সিদ্ধান্তে সেমিফাইনালে হেরে গেল East Bengal

ছাত্রীর পাশে দাঁড়িয়ে কোচ সম্রাট পাল বলেছেন, “ওর মা-কে বলেছিলাম মজিদা একদিন দেশের হয়ে খেলবে। রেকর্ড গড়ার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক স্তরে পদক জয়ের জন্য চেষ্টা করবো। আমাদের কাছে এটা এখন মরণ বাঁচন পরিস্থিতি। ওয়ার্ল্ড কাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভাল পারফরম্যান্স করাই এখন আমাদের লক্ষ্য।’