East Bengal: মাঠে নামছেন বিনো জর্জ, কবে থেকে অনুশীলন করবে ইস্টবেঙ্গল সিনিয়র দল

Bino George

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে প্রিমিয়ার লিগ। সেজন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ময়দানের ক্লাব গুলি। এক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় ছিল এরিয়ান, ভবানীপুর ও কলকাতা কাস্টমসের মতো ক্লাবগুলি। দিনকয়েক আগেই কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান থেকে বেশকিছু ফুটবলার কে নিজেদের দলে টেনে চমক দিয়েছিল ভবানীপুর।  যাদের মধ্যে ছিলেন জবি জাস্টিন, শুভ ঘোষ, শঙ্কর রায় সহ আরো একাধিক ফুটবলার। কিন্তু কেমন দল নামাবে মোহন-ইস্ট ?

Advertisements

কয়েকদিন আগেই মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত জানিয়ে দিয়েছিলেন, আসন্ন কলকাতা লিগে নিজের ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ছেলেদের খেলানোর কথা ভাবছে ক্লাব। অন্যদিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে সেই সময় কিছু জানানো না হলেও এবার উঠে আসল নয়া তথ্য। গত বৃহস্পতিবার ইমামি কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন সাবেক ক্লাব কর্তারা।

   

সেখান থেকেই নেওয়া হয় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঠিক করা হয় আসন্ন এই লিগের কথা মাথায় রেখে ক্লাবের জুনিয়র ফুটবলার সহ রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ। এক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার আগে অন্তত দুই সপ্তাহ অনুশীলন করতে চাইছেন বিনো।

Advertisements

অন্যদিকে, সব ঠিকঠাক থাকলে জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুর দিকে অনুশীলনে নামবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তার কিছুদিন আগেই শহরে চলে আসবেন নব নিযুক্ত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। জানা গিয়েছে, দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন করার পাশাপাশি কলকাতা লিগের ম্যাচে ও নাকি উপস্থিত থাকতে দেখা যাবে আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ কে।