HomeSports NewsATK Footballer: এবার ওডিশার জার্সিতে এটিকে দলের এই তারকা ফুটবলার

ATK Footballer: এবার ওডিশার জার্সিতে এটিকে দলের এই তারকা ফুটবলার

- Advertisement -

একটা সময় এটিকে (ATK Footballer) দলের হয়ে জিতেছিলেন হিরো ইন্ডিয়ান সুপার লিগ। তবে পরবর্তীতে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র। গত ফুটবল মরশুমে ও খেলেছেন চিনের সিচুয়ান এফসিতে। তবে এবার ফের ভারতে ফিরে আসছেন এই তারকা। আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এবার ওডিশা এফসিতে সই করতে চলেছেন এই সফল তারকা। যারফলে, ভারতীয় ফুটবল লিগে প্রথমবার খেলবেন লোবেরার তত্বাবধানে।

গতমাসের শেষের দিকেই নিজেদের পুরোনো কোচকে বিদায় জানিয়ে নতুন কোচের নাম ঘোষণা করে ওডিশা এফসি। সেইমতো আসন্ন মরশুমের জন্য কোচের দায়িত্বে দেখা যাবে সার্জিও লোবেরাকে। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। তার হাত ধরেই এবার লিগ জিততে চায় এই ক্লাব। তারপর থেকেই ভোল পাল্টেছে গোটা দলের।

Advertisements

নতুন করে ঢেলে সাজানো হচ্ছে গোটা স্কোয়াডকে। নন্দকুমার শেখর থেকে শুরু করে সাউল ক্রেসপো সহ একাধিক ফুটবলার কে ছাড়া হয়েছে তাদের তরফে। তার বদলে লোবেরার নেতৃত্বে আইএসএল জেতা দুই তারকা আহমেদ জাহু ও মুম্বাই দলের প্রাক্তন তারকা মুর্তাজা ফল কে চূড়ান্ত করে মরিসিওদের ক্লাব। পাশাপাশি মন্দার রাও দেশাইয়ের মতো একাধিক ভারতীয় তারকাদের উপরেও নজর রাখা হচ্ছে তাদের তরফে।

গতবারের সোনার বুট জয়ী তারকা দিয়াগো মরিসিওকে বল সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই তারকা। তবে ওডিশা কোচের পরিকল্পনা অনুযায়ী উইংয়ের ক্ষেত্রে রাখা হতে পারে এই তারকা ফুটবলারকে। তাছাড়া মাঝমাঠের দখল নিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার ও ক্ষমতা রাখেন এই তারকা ফুটবলার। তাই আসন্ন মরশুমে ওডিশা দলের পারফরম্যান্সে যে বড়সড় বদলে চলেছে তা কিন্তু বলাই চলে।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ