Big update about ISL: আইএসএল সম্পর্কে বিরাট আপডেট এল প্রকাশ‍্যে, জানুন বিস্তারিত

Big update about ISL: ইন্ডিয়ান সুপার লিগের ২০২৩-২৪ মরশুম সম্পর্কে একটি বড়ো আপডেট এলো সামনে। একাধিক বিরাট মাপের তারকা বিদেশি ফুটবলাররা আইএসএলে খেলতে আসার আগ্রহ…

ISL

Big update about ISL: ইন্ডিয়ান সুপার লিগের ২০২৩-২৪ মরশুম সম্পর্কে একটি বড়ো আপডেট এলো সামনে। একাধিক বিরাট মাপের তারকা বিদেশি ফুটবলাররা আইএসএলে খেলতে আসার আগ্রহ প্রকাশ করলেও পরবর্তী সময়ে স‍্যালারি ক‍্যাপের জন্যে পিছিয়ে যান তারা। এর কারণ ইন্ডিয়ান সুপার লিগের স‍্যালারি ক‍্যাপ মাত্র ১৬.৫ কোটি।এর ফলে বিরাট মাপের ফুটবলাররা ইন্ডিয়ান সুপার লিগে খেলার ব‌্যাপারে আগ্রহ দেখালেও শেষ অবধি খেলতে পারতোনা।

সূত্রের খবর অনুযায়ী এবার বাড়তে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের ১৬.৫ কোটি টাকা বেড়ে হতে চলেছে ৪৫ কোটি টাকা।কিন্তু আচমকা কেনো আইএসএল কর্তৃপক্ষ এমন একটা সিদ্ধান্ত নিলো যেখানে স‍্যালারি ক‍্যাপ বেড়ে গিয়ে পাহাড় সমান হয়ে দাড়ালো ? তার কারণ হিসেবে শোনা যাচ্ছে তারা চাইছেন এএফসি কাপে ভালো পারফরম্যান্স দিক ক্লাব গুলো।

   

বেতন সীমা বাড়ালে দল গুলো আরও ভালো মানের ফুটবলার সই করাতে পারবে।এই বিষয় ইন্ডিয়ান সুপার লিগের দল গুলো এফএসডিএলের কাছে প্রস্তাব জানিয়েছে।এবার এফএসডিএল গোটা বিষয়টি যাচাই করে এই চিন্তা ভাবনার উপর শিলমোহর দেন,তাহলে ভবিষ্যতে ইন্ডিয়ান সুপার লিগে বিশ্ব খ‍্যাত তারকাদের খেলতে দেখার সম্ভাবনা প্রবল।এখন গোটা বিষয়টার ভবিষ্যত রুপ রেখার পুরোপুরিটা এফএসডিএলের হাতে।