Bidhannagar Gold Cup : কলকাতার বুকে ৪৮ দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট

বিধায়ক সুজিত বোসের স্বপ্ন ‘বিধাননগর গোল্ড কাপ’ (Bidhannagar Gold Cup)৷ প্রতিভাবান যুবকদের ভারতীয় ফুটবলের বড় লীগে প্রবেশ করতে সাহায্য করার লক্ষ্যে যা ৩০ জুলাই করুণাময়ী…

Bidhannagar Gold Cup

বিধায়ক সুজিত বোসের স্বপ্ন ‘বিধাননগর গোল্ড কাপ’ (Bidhannagar Gold Cup)৷ প্রতিভাবান যুবকদের ভারতীয় ফুটবলের বড় লীগে প্রবেশ করতে সাহায্য করার লক্ষ্যে যা ৩০ জুলাই করুণাময়ী বিধাননগর হাউজিং এস্টেট গ্রাউন্ডে প্রথম ম্যাচ দিয়ে সূচনা হল । যেখানে ৪৮টি স্থানীয় দল তাদের দক্ষতা প্রদর্শনের জন্য নেতৃত্ব করছে এই ৭-এ-সাইড টুর্নামেন্ট। প্রতিটি দলে ১২ জন ফুটবলার রেজিস্টার হয়েছে । অর্থাৎ মোট ৪৮ টি দল নিয়ে ৫৭৬ জন ফুটবলার অংশগ্রহণ করছে এই মেগা টুর্নামেন্ট-এ ।

বিধাননগরের বিধায়ক শ্রী সুজিত বোসের উদ্যোগে এবং কলকাতা-ভিত্তিক স্পোর্টিং বাউন্ডারিজ (স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে । ৩০ শে জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে ।প্রখ্যাত বেঙ্গল ফুটবল খেলোয়াড়  প্রশান্ত ব্যানার্জী, এবং কোচ, শ্রী রঞ্জন ভট্টাচার্য তত্ত্বাবধানে ৪৮ টি দলের মধ্যে থেকে প্রতিভা বাছাই করতে টুর্নামেন্টের সময় উপস্থিত থাকবেন । টুর্নামেন্টটি তিনটি করে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপের ম্যাচগুলো রাউন্ড-রবিন লিগের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি গ্রুপের দুইজন শীর্ষস্থানীয় ব্যক্তি নক-আউট পর্বে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

   

শুভ সূচনায় মূল উদ্যোক্তা বিধায়ক সুজিত বোস , প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি , অমিত ভদ্র , আলোক মুখার্জী ,মানস ভট্টাচার্য , তরুণ দে ছাড়াও উপস্থিত ছিলেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য । সুজিত বোসের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশান্ত ভট্টাচার্য জানান ” বাংলার ফুটবল এখন তলানিতে ” ।  বাংলার ফুটবল উন্নতিতে সাহায্য করবে বিধাননগর গোল্ড কাপ । মাননীয় সুজিত বোস আরো বলেন তার নিজস্ব দল শ্রীভূমি স্পোর্টিং-এ ও সুযোগ করে দেবেন, টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের।