Bibiano Fernandes: জাতীয় দল ছাড়তেই আইএসএল জয়ী ক্লাবের দায়িত্বে বিবিয়ানো

গত কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারতীয় ফুটবল দল। গত কয়েক মাস বিদেশের একাধিক ক্লাবে অনুশীলন চালানোর পর এশিয়ান কাপ খেলতে…

Coach Bibiano Fernandes Reveals Exclusive Strategy for Indian Team's Success

গত কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারতীয় ফুটবল দল। গত কয়েক মাস বিদেশের একাধিক ক্লাবে অনুশীলন চালানোর পর এশিয়ান কাপ খেলতে নেমেছিল ফুটবলাররা। শুরুটা ভালো হলেও সময়ের সাথে সাথে নাস্তানাবুদ হতে থাকে ভারতীয় দল। যারফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের।

কিন্তু ভারতীয় দলের লড়াই কে কুর্নিশ জানিয়েছে গোটা দেশবাসী। তবে এসবের মাঝেই এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন বিবিয়ানো ফার্নান্দেজ। তবে ঠিক তার কয়েক ঘণ্টা পরেই উঠে আসলো এক নয়া তথ্য। জাতীয় দল ছাড়ার পর এবার নাকি হিরো ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন বিবিয়ানো ফার্নান্দেজ। কিন্তু কোন ক্লাবের সঙ্গে যুক্ত হলেন এই অভিজ্ঞ কোচ?

উত্তর হল বেঙ্গালুরু এফসি। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন। বর্তমানে বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিয়ানো ফার্নান্দেজ। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাজে। মূলত দলের জুনিয়র ফুটবলারদের তৈরি করার পাশাপাশি নয়া প্রতিভার সন্ধান করার দায়িত্ব পড়েছে এই কোচের উপর। যা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া ফুটবল মরশুম শুরু করার আগে থেকে প্রত্যেকবারই নিজেদের সাধ্যমতো দল গোছানোর পাশাপাশি কোচ ও দক্ষ ম্যানেজমেন্ট গঠনের পরিকল্পনা থাকে বেঙ্গালুরুর। তা ফের প্রমাণ হল এবার।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমের শুরুটা ডুরান্ড জয় দিয়ে হলেও শেষটা একেবারেই ভালো হয়নি বেঙ্গালুরুর। এটিকে মোহনবাগান দলের কাছে ফাইনাল হারার পাশাপাশি সুপার কাপ ফাইনালে ও ক্লিফোর্ড মিরান্ডার ওডিশার এফসির কাছে আটকে যেতে হয় তাদের। যা দেখে হতাশ ছিল দলের সমর্থকরা। তবে সমস্ত কিছু মাথায় রেখে নতুন মরশুমের কথা মাথায় রেখে ফের ঢেলে সাজানো হয় গোটা দলকে। রয়কৃষ্ণা ও প্রবীর দাসের মতো তারকা ফুটবলারদের রিলিজ করা হলেও তাদের বদলে আরও একাধিক ফুটবলারদের নেয় বেঙ্গালুরু এফসি। এমনকি গত মরশুমে মোহনবাগান দলে খেলে যাওয়া তারকা ডিফেন্ডার কে ও সই করায় দল। তবে শুধু সিনিয়র নয়, তাদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের উপরে ও নজর দিল ম্যানেজমেন্ট।