Jiten Murmu: চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে জিতেনের মন্ত্র ‘হাল ছেড়ো না বন্ধু’

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভবানীপুর। এই পরিস্থিতিতে খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের একশো দেওয়ার ব্যাপার প্রতিজ্ঞাবদ্ধ জিতেন মুর্মু (Jiten Murmu)।

Bhawanipore FC's Jiten Murmu

এবারের কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে ভবানীপুর ফুটবল ক্লাব (Bhawanipore FC)। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভবানীপুর। এই পরিস্থিতিতে খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের একশো দেওয়ার ব্যাপার প্রতিজ্ঞাবদ্ধ জিতেন মুর্মু (Jiten Murmu)।

কলকাতা ফুটবল লীগ ২০২৩- এর অন্যতম হেভিওয়েট দল হিসেবে উঠে এসেছে ভবানীপুর। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে তারা। একই সংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। ভবানীপুরের ধারাবাহিক ফর্মের পিছনে অন্যতম কারিগর জিতেন মুর্মু। ময়দানের অভিজ্ঞ এই ফুটবলার জানিয়েছেন, “এই সিজনে আমি খুবই আশাবাদী। প্রতিটা ম্যাচ জেতার জন্য নিজেদের ১০০ শতাংশ জেতার চেষ্টা করছি আমরা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে আমাদের দল।”

নিজেদের দল সম্পর্কে ভবানীপুরের অন্যতম প্রধান এই ফুটবলার বলেছেন, “গতবারের থেকে এবার আমাদের দল আরো ভালো হয়েছে। সিনিয়র জুনিয়র ফুটবলারদের নিয়ে খুব ভালো স্কোয়াড হয়েছে এবার। কোচের (রঞ্জন চৌধুরী) কথা অবশ্যই আলাদা করে বলতে হয়। কোচ আমাদের ভুল-ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছেন। কীভাবে আরও ভালো খেলা যায় সে ব্যাপারে সর্বদা আমাদের পরামর্শ দিচ্ছে কোচ।”

অন্যান্যবারের থেকে এবারের কলকাতা ফুটবল লীগ অনেকটা আলাদা। ফরম্যাট কিছুটা দীর্ঘ হয়েছে। খেলানো হচ্ছে না কোনো বিদেশি ফুটবলার। এসবের মধ্যে অবশ্যই নিজেদের পারফরম্যান্সের ওপরেই ফোকাস রাখতে চাইছেন জিতেন, “আমরা পেশাদার খেলোয়াড়। আমাদের সমস্ত ফরম্যাটকে গ্রহণ করে খেলতে হবে। এবার কোনো বিদেশী খেলছে না। এতে আরও অনেক বাঙালি ফুটবলার উঠে আসবে। এটা একটা পজেটিভ দিক।”

জিতেন মুর্মু কলকাতা ময়দানের অন্যতম প্রতিষ্ঠিত নাম। তাকে ঘিরে প্রত্যাশার পারদ সব সময় থাকে ঊর্ধ্বমুখী। কিন্তু বারবার চোট সমস্যা ভুগিয়েছে তাকে। নিজের কেরিয়ার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের খেলোয়াড়দের উদ্দেশ্য তার পরামর্শ, “চোট আমাকে অনেকটা ভুগিয়েছে। মোহনবাগানে সই করার পর ওই মরসুমে চোটের জন্য খেলতে পারিনি। তারপর রাউন্ডগ্লাস পাঞ্জাবতে সই করার পর-ও দু’ম্যাচ খেলার পর চোটের জন্য খেলতে পারিনি। প্লেয়ারদের চোট একটা খুব সমস্যার বিষয়। এত কিছু পরেও হাল ছাড়িনি। একটা কথাই বলবো, হাল না ছেড়ে খেলাটা চালিয়ে যেতে হবে।”