প্রতিটি রাজ্যে লিগ শুরু করতে চান বাইচুং

এআইএফএফ প্রেসিডেন্ট পদে নমিনেশন দিয়েছেন। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পদে বসার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া।

মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠেও এসেছিলেন তিনি। লাল-হলুদ কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,‘ রাজনৈতিক চাপ থাকলে ভালো কিছু করা যায় না। ফেডারেশন নির্বাচনে এখন রাজনৈতিক চাপ রয়েছে। আমি দেশের হয়ে অনেকদিন খেলেছি। ভালো কিছু করতে চাই। কিন্তু রাজনৈতিক চাপ রয়েছে। কল্যাণকে কোনও জায়গা থেকে ভুল বোঝানো হচ্ছে।’

   

নিজে ফেডারেশনের সভাপতি হলে কি করবেন ? এই প্রশ্ন করা হলে তিনি বলেন,‘ আমি যদি ফেডারেশনের সভাপতি হই তাহলে প্রতিটি রাজ্যে লিগ শুরু করব। প্রতিটি রাজ্যে সংস্থাকে টাকা দেব। কারণ টাকার অভাবই ওরা লিগ করতে পারে না।কোচিং লাইসেন্স করা কোচগুলোকে সুযোগ দেব। যাতে ওরা যাতে ক্লাব পায় । সার্বিকভাবে ফুটবলে্র উন্নতি করার চেষ্টা করব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন