Coal scam: অভিষেককে টার্গেট করা হচ্ছে, কুণালের মন্তব্যে সরগরম রাজ্য

গোরু পাচারকাণ্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, অস্বস্তিতে রয়েছে শাসক দল। এরই মাঝে কয়লা পাচারকাণ্ড নিয়ে সরব হয়েছে সিবিআই। মঙ্গলবারই কয়লা পাচার (Coal scam)…

গোরু পাচারকাণ্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, অস্বস্তিতে রয়েছে শাসক দল। এরই মাঝে কয়লা পাচারকাণ্ড নিয়ে সরব হয়েছে সিবিআই। মঙ্গলবারই কয়লা পাচার (Coal scam) মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেইসঙ্গে তলব করা হয়েছে অভিষেকের শ্যালিকাকেও। এই নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ।

তিনি বলেন, বিজেপি নেতারা আগেভাগেই বলে দিচ্ছেন, ‘এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাবে। এবার ইডি যাবে। এভাবে বারবার বিবৃতি দিয়ে তাঁরাই প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে পরাজিত করতে পারছে না। তাই অভিষেককে টার্গেট করা হচ্ছে। বাংলার চার আনার নেতারা দিল্লির জেঠুকে গিয়ে বলেছেন, আর পেরে উঠছি না এবার পাঠাও এজেন্সি। এটা যে চক্রান্ত সেটা বিধানসভা নির্বাচনের আগেই প্রমাণিত। তাঁর কথায়, ২০২১ নির্বাচনের সময় দিল্লি থেকে যতজন এসেছেন তারা আক্রমণ করতেন অভিষেককে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক তাদের টার্গেট। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে?’

তৃণমূল সুপ্রিমো বলেন, পার্থ চোর হলে আইনি বিচার হবে। কিন্তু কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, অভিষেক চোর, আমাকেও চোর বলছে। তিনি বলেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তব্য রেখেছে। আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিষেকের বউকে নোটিশ পাঠিয়েছিল। এবার ২ বছরের বাচ্ছাটাকে নোটিশ দিতে পারে। আমি বলব ওকে নিয়ে যাস। চিনিয়ে রাখিস।