বেঙ্গালুরু ম্যাচ আমাদের পরীক্ষা-দীপেন্দু

জয়ের হ্যাটট্রিক করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে উঠেছে মহামেডান স্পোর্টিং। দলের জয় নিয়ে উচ্ছ্বসিত সাদা-কালো সমর্থকরা। অফিসিয়ালরা আকাশে ভাসতে শুরু করেছেন। দল সাফল্য পেলেও কিন্তু মহামেডানের…

Dipendu Biswas

জয়ের হ্যাটট্রিক করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে উঠেছে মহামেডান স্পোর্টিং। দলের জয় নিয়ে উচ্ছ্বসিত সাদা-কালো সমর্থকরা। অফিসিয়ালরা আকাশে ভাসতে শুরু করেছেন। দল সাফল্য পেলেও কিন্তু মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস অবশ্য একটু সতর্ক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দীপেন্দু মনে করছেন বেঙ্গালুরু ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে দলকে। এই প্রসঙ্গে তিনি বলেন,‘ দল ভালো খেলছে ঠিকই ।কিন্তু বেঙ্গালুরু ম্যাচ আমাদের কাছে একটা পরীক্ষা। আমরা তিন খানা ম্যাচ জিতেছি ঠিকই কিন্তু তিনটে দলে একটাও বিদেশি ছিল না। বিদেশি হীন দলকে আমরা হারিয়েছি। বেঙ্গালুরু দলে রয় কৃষ্ণের মত বিদেশি রয়েছে। পাশাপাশি সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ স্ট্রাইকার রয়েছে ।তাই বেঙ্গালুরু ম্যাচই বোঝা যাবে আমাদের দলটা কতটা তৈরি। তবে আমি আশাবাদী আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। বেঙ্গালুর ম্যাচ আমাদের জিততেই হবে। আশা করি আমরা বেঙ্গালুরুকে হারাতে পারব।’

মহামেডানের সমর্থকরা অবশ্য আকাশে উড়তে শুরু করেছেন তাদের বক্তব্য বিপক্ষে যেই থাকুক না কেন তারা হারিয়ে সেমিফাইনালে যাবে। সেই জন্যই বেঙ্গালুরু ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন সাদা-কালো সমর্থকরা।