Bengaluru FC: বাংলার ঘরের ছেলে-জামাইয়ের পায়ে সেমির প্রথম লেগে জয়ী বেঙ্গালুরু

সেমির প্রথম লেগে ১-০ ব্যাবধানে এগিয়ে থাকে সুনীল ব্রিগেড। দ্বিতীয় লেগে গোল তুলতে পারবে মুম্বাই? এখন সেটাই দেখার বিষয়। তবে মুম্বাইয়ের ঘরের মাঠে সহজ জয় তুলে নেওয়ায় আগামী ম্যাচে যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু।

178
Sunil Chhetri and Prabir Das

কেরালা ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত সরগরম ভারতীয় ফুটবল মহল। দিনকয়েক আগে কেরালা ম্যানেজমেন্টের তরফ থেকে বেঙ্গালুরু (Bengaluru FC) ম্যাচ পুনরায় খেলানোর দাবি জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। গতকাল লিগের নিয়ম অনুসারে মুম্বাই সিটি এফসির বিপক্ষে নিজেদের প্রথম সেমিফাইনাল খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। সেখানেই সুনীল ও প্রবীরের (Sunil Chhetri and Prabir Das) অনন্য যুগলবন্দী তে ১-০ গোলে জয় তুলে তাদের দল।

অথচ ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত মুম্বাইয়ের দাপট দেখা যায় গোটা মাঠ জুড়ে। তবে বাংলার দাপুটে তারকা প্রবীর দাসের অনবদ্য ডিফেন্সের সামনে কার্যত দমে যেতে হয় মুম্বাইয় ফুটবলারদের। এরপরে সুনীল ছেত্রী মাঠে নামতেই যেন খোঁচা খাওয়া বাঘ হয়ে ওঠে বেঙ্গালুরু। যারফলে পাল্টা আক্রমণ করতে শুরু করে রোশনরা। যারফলে, ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দুরন্ত কর্নার থেকে হেড দিলে বল মুম্বাইয়ের গোলে ঠেলে দেন সুনীল ছেত্রী।

তবে ম্যাচের ৮৮ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন স্টুয়ার্ট। প্রথম পোস্টের বারের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। তবে গোলকিপার গুরপ্রীত সিংয়ের হাতে বল লাগার দাবি জানালে ও খুব একটা সুবিধে করতে পারেনি মুম্বাই। বরং রেফারির দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে কার্ড দেখে বসেন ফল। ঘরের মাঠে প্রথম সেমিফাইনাল হওয়ায় যেকোনো ভাবেই গোল তুলে নিতে মরিয়া হয়ে ওঠে মুম্বাই। সেজন্য ম্যাচের শেষের দিকে রালতে কে তুলে চিকিরা কে নামায় মুম্বাই কোচ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে স্টুয়ার্ট – চিকিরা রা। যারফলে সেমির প্রথম লেগে ১-০ ব্যাবধানে এগিয়ে থাকে সুনীল ব্রিগেড। দ্বিতীয় লেগে গোল তুলতে পারবে মুম্বাই? এখন সেটাই দেখার বিষয়। তবে মুম্বাইয়ের ঘরের মাঠে সহজ জয় তুলে নেওয়ায় আগামী ম্যাচে যথেষ্ট অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু।