Tripura: মুখ্যমন্ত্রী মানিকের শপথে নেই মানিক

মানিক নেবেন শপথ। দেখবেন না মানিক! তবে সৌজন্য বজায় রেখে পাঠিয়েছেন অভিনন্দন। ত্রিপুরায় (Tripura) দ্বিতীবারের জন্য মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা (Manik Saha)।

Dr Manik Saha, Manik Sarkar

মানিক নেবেন শপথ। দেখবেন না মানিক! তবে সৌজন্য বজায় রেখে পাঠিয়েছেন অভিনন্দন। ত্রিপুরায় (Tripura) দ্বিতীবারের জন্য মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা (Manik Saha)। আর তাঁর শপথ গ্রহণের মুহূর্ত থেকে সরে গেলেন বিরোধী দলনেতা হিসেবে সংসদীয় রাজনীতি শেষ করা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)।

নির্বাচন ও ফল গণনার পর থেকে ‘লাগামহীন সন্ত্রাস’ ছড়াচ্ছে শাসক দল বিজেপি এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করেছে সিপিআইএম ও রাজ্য বামফ্রন্ট। বিবৃতি দিয়ে একথা জানানো হয়। এতে আরও বলা হয়, মু়খ্যসচিবের তরফ থেকে আমন্ত্রণ এসেছে। তার জন্য ধন্যবাদ। নতুন সরকারকে অভিনন্দন। তবে রাজ্যে বিজেপির মদতে লাগামহীন সন্ত্রাস চলছে। সেই কারণে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হয়েছে। থাকবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ত্রিপুরায় আজই গঠিত হবে টানা দ্বিতীয় দফায় বিজেপি জোট সরকার। আজই আক্ষরিক অর্থে শেষ হবে কুড়ি বছরের মুখ্যমন্ত্রী থাকা মানিক সরকারের সংসদীয় রাজনীতির একটি পর্ব। তিনি বিরোধী নেতা হিসেবে ভোট রাজনীতি থেকে অবসর আগেই নিয়েছেন। বিধানসভা ভোটে দা়ঁড়াননি। ফলে বিধায়ক হিসেবে বিধানসভাতে দেখা যাবে না মানিক সরকারকে। দেশের সবথেকে গরিব ও সৎ মুখ্যমন্ত্রীর তকমা তিনি ২০১৮ সালের বিধানসভা ভোটের আগেই পেয়েছিলেন। তবে সেবারই এ রাজ্যে টানা পঁচিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। এবারের নির্বাচনে বিরোধী দলনেতা হিসেবে দলকে বিধানসভার ভিতর নেতৃত্ব দিলেও মানিক সরকার ভোটে লড়াই করেননি। তাঁর পরিবর্তে সিপিআইএমের তরফে নেতৃত্ব দেন জীতেন্দ্র চৌধুরী।

বিশ্লেষণে উঠে এসেছে, বাম-কংগ্রেস জোট বিপুল ভোট টানলেও উপজাতি দল তিপ্রা মথা অন্তত ২১টি আসনে ভোট কেটে নেওয়া বিজেপির জয় নিশ্চিত হয়েছে। আর ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হয়েছে ত্রিপুরা। শাসক ও বিরোধী পরস্পর একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।