Bengaluru FC: কেরালা বধ করে পয়েন্ট টেবিলে লম্বা লাফ বেঙ্গালুরুর

Bengaluru FC vs Kerala Blasters

শেষ ফুটবল মরশুমে অনবদ্য ছন্দ থাকলেও এই সিজনের শুরু থেকে খুব একটা অনুকূল পরিস্থিতিতে ছিল না বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।  আসলে, চলতি বছরে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকায় দলের অন্যতম তারকা ফুটবলার তথা অধিনায়ক সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সিন্ধুর মত ফুটবলারদের অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে গোটা দলকে।

যার দরুন একাধিক ম্যাচ হারতে হয়েছিল জেরার্ড জারাগোর ছেলেদের। সেজন্য, টুর্নামেন্টের প্রথম লেগের শেষে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকতে হয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। তবে এবার ছন্দ ফিরতেই পয়েন্ট টেবিলে বড়সড় চমক বেঙ্গালুরুর।

   

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কান্তিরাম্ভা স্টেডিয়ামে তারা খেলতে নেমেছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সুনীল ছেত্রীর দল। দলের হয়ে একটি মাত্র গোল করেন জাভিয়ের হার্নান্দেজ। বলতে গেলে এই মেক্সিকান ফরোয়ার্ডের হাত ধরেই এখনো পর্যন্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের টিকে থাকল এই ফুটবল ক্লাব। বর্তমানে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তাই খালিদ জামিলের জামশেদপুর এফসিকে পিছনে ফেলে ৬ নম্বরে উঠে আসলো সুনীলরা।

পরবর্তী ম্যাচে জামশেদপুর জয় পেলে ফের ষষ্ঠ স্থানে ফিরে আসবে তারা। তবে শুধু এই দুটি দল নয়, প্লে অফের নিজেদের স্থান টিকিয়ে রাখতে লড়াই করতে হচ্ছে ইস্টবেঙ্গল থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেডের মতো ফুটবল ক্লাবকে। শেষ পর্যন্ত কারা স্থান করে নেয় এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন