Transfer News: রাহুলের ঘরে ফেরার দিন লা লিগা খেলা বিদেশি নিশ্চিত করলেন পার্থরা

রবিবার ভারতীয় ফুটবলারদের নজর কাড়ল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নতুন মরসুমের আগে স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিল ক্লাব। পুরোনো ক্লাবে ফিরলেন রাহুল ভেকে (Rahul…

bengaluru fc transfer news along with Rahul Bheke

রবিবার ভারতীয় ফুটবলারদের নজর কাড়ল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নতুন মরসুমের আগে স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিল ক্লাব। পুরোনো ক্লাবে ফিরলেন রাহুল ভেকে (Rahul Bheke)। সেই সঙ্গে সামনের মরসুমের জন্য লা লিগা খেলা বিদেশিকে নিশ্চিত (Transfer News) করার কথাও জানাল বেঙ্গালুরু এফসি। গত মরসুমে দলের পারফরম্যান্স হতাশ করেছিল পার্থ জিন্দলকে। প্রত্যাশিত পারফরম্যান্সের খোঁজে নতুন মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছেন বেঙ্গালুরু এফসি।

বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন মরসুমে তাদের জার্সি পরে মাঠে নামবেন এডগার মেন্ডেজ। কিন্তু কে এই এডগার মেন্ডেজ যাকে নিয়ে এতো আলোচনা?

   

Transfer News: ‘আননোন’ নম্বর থেকে ফোন! দল বদলের বাজারে ধামাকা

সিডি টেনেরিফ এবং রিয়াল মাদ্রিদের যুব সেটআপ থেকে ফুটবল যাত্রা শুরু করেছিলেন। উইংয়ে গতি এবং দক্ষতা দিয়ে সহজেই নজর কেড়েছিলেন। খেলেছেন রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের হয়ে। মেন্ডেজ আলমেরিয়ার হয়ে খেলেছেন নিয়মিত। লা লিগা এবং সেগুন্দা খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। গ্রানাডায় ছিলেন এক মরসুম। দেপোর্তিভো আলাভেসে থাকাকালীন ২০১৬-১৭ মরসুমে কোপা দেল রে-র ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেল্টা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের একমাত্র গোলটি করেছিলেন মেন্ডেজ।

East Bengal: কুয়াদ্রতের সঙ্গে অনুশীলনে সুব্রত, নস্টালজিক কোচ

ইন্ডিয়ান সুপার লিগের দল রবিবার ঘোষণা করেছে যে বেঙ্গালুরু এফসি রাহুল ভেকেকে দুই বছরের চুক্তিতে নিশ্চিত করেছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্লুজদের হয়ে খেলার পর এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। ২০১৮-১৯ আইএসএল ফাইনালে ম্যাচ উইনার হয়েছিলেন ভেকে।

 

Bengaluru FC: রথে করে মাঠে এল বিদেশি ফুটবলার! দল বদলের বাজারে চমক

ভেকে ২০২১ সালে মুম্বই সিটি এফসিতে যোগ দিয়েছিলে। সেখানে তিনি আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিলেন। ২০২২ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও আইল্যান্ডার্সের প্রতিনিধিত্ব করেছেন রাহুল। ৩৩ বছর বয়সী এই ফুটবলার সিনিয়র জাতীয় দলের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এবং সম্প্রতি ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বাছাই পর্বে খেলেছেন।