East Bengal: লাল-হলুদের এই তারকা ফুটবলারের দিকে নজর বেঙ্গালুরু এফসির

চলতি মরশুমে সুপার কাপ ছাড়া এখনো কোন ট্রফি ঘরে আসেনি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। তবে এই জাতীয় স্তরের ট্রফি জয়ের দরুন আগামী মরশুমে এএফসির…

Footballer Saúl Crespo

চলতি মরশুমে সুপার কাপ ছাড়া এখনো কোন ট্রফি ঘরে আসেনি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। তবে এই জাতীয় স্তরের ট্রফি জয়ের দরুন আগামী মরশুমে এএফসির টুর্নামেন্ট খেলবে দল। ‌ এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। আইএসএলের দ্বিতীয় লেগ চলাকালীন তারা প্রি-রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিল পাঞ্জাব এফসির দাপুটে ফুটবলার মাদিহ তালালকে।

গত কয়েকদিন আগে জানা গিয়েছে, আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি হায়দবাদ দলের তরুণ প্রতিভা মার্ক জোথানপুইয়াকে সাইন করানোর ক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে কলকাতা ময়দানের এই প্রধান। তবে শুধু নতুন ফুটবলারই নয়।

Advertisements

নতুন মরশুমের কথা মাথায় রেখে নিজেদের দলের বেশ কিছু দেশী ও বিদেশী ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে এসেছে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা এবং স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর নাম।  বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমে যথেষ্ট প্রভাব ফেলে আসছেন ক্রেসপো। বল পায়ে গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও রয়েছে এই ফুটবলারের। তাই সবদিক বিচার বিবেচনা করেই এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এগিয়েছে মশাল ব্রিগেড। যতদূর খবর, নিজের এই ক্লাবেই থাকতে রাজি ক্রেসপো। তবে মৌখিক সম্মতি দিলেও এখনো পর্যন্ত চুক্তিপত্রে সাইন করেননি তিনি।‌

এমন পরিস্থিতিতে এই ফুটবলারকে দলে টানতে আসরে নেমেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।‌ যে খবর পাওয়া যাচ্ছে, সেই অনুসারে তাদের তরফ থেকে যথেষ্ট লোভনীয় একটি প্রস্তাব পাঠানো হয়েছে সাউল ক্রেসপোকে‌। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে থাকতেই বেশি আগ্রহী এই স্প্যানিশ তারকা। সেজন্য, ক্রেসপোর বিদায় নেওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। ‌