গত ফুটবল মরশুমে হায়দরাবাদ এফসির জার্সিতে মাঠ কাঁপিয়ে ছিলেন ভারতীয় তারকা হোলিচরণ নার্জারি ( Halicharan Narzary)। তাকে সামনে রেখে দুই উইং থেকে একাধিকবার গোল করে ম্যাচ জেতানোর পাশাপাশি দলকে নক আউটে তুলে আনার ক্ষেত্রে ও বিশেষ ভূমিকা ছিল এই ফুটবলারের। আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এবার তাকেই সই করালো সাইমনের বেঙ্গালুরু এফসি। শোনা যাচ্ছে মোট তিনটি মরশুমের জন্য তার সাথে চুক্তি সেরেছে বেঙ্গালুরু।
সুনীল ছেত্রীর এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, বেঙ্গালুরু এফসির মতো দলে খেলার সুযোগ পাওয়ার জন্য আমি উচ্ছসিত। তবে আমি নিশ্চিত এই দলের প্রথম একাদশে সুযোগ পেতে হলে আমাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে। আমার লক্ষ্য ফাইনালের দিকে এগিয়ে যাওয়া। সেজন্য নিজের সমস্ত কিছু উজাড় করে দেওয়া। তবে সেখানেই শেষ নয়। ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার আরও বলেন, বেঙ্গালুরু এফসি গোটা দেশের মধ্যে অন্যতম সেরা ফুটবল ক্লাব। সেকারণে আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখানকার পরিস্থিতি থেকে আমি নিজেকে তৈরি করতে চাই।
বলাবাহুল্য, গত ২০২১-২২ মরশুমে মানালো মার্কুইসের হায়দরাবাদ এফসি কে আইএসএল জেতানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা উইঙ্গার। এছাড়াও শেষ আইএসএল মরশুমে মোট ৬ টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। তবে বেঙ্গালুরু এফসির জার্সিতে আদৌ কতটা সাফল্য পান সেদিকেই নজর এখন সকলের।