বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) আইএসএলে মরসুমের পঞ্চম পরাজয়ের মুখোমুখি হয়েছে। চেন্নাইয়িন এফসি বেঙ্গালুরু এফসিকে দুই গোলে পরাজিত করেছে। চেন্নাইয়িনের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চেন্নাইয়িন ফুটবল ক্লাব। গোল করেন রাফায়েল ক্রিভেলারো। বিরতির পর ৫০ তম মিনিটে জর্ডান মারে পেনাল্টি থেকে গোল করে চেন্নাইয়িনের জয় নিশ্চিত করেছেন। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাইয়িন ফুটবল ক্লাব। ১০ ম্যাচে মাত্র একটি জয় ও চার ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচেও রইল বিতর্ক, ফের সমালোচিত রেফারি।
আরও পড়ুন: Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা
ম্যাচ প্রসঙ্গে গর্জে উঠেছেন বেঙ্গালুর এফসির কর্ণধার পার্থ জিন্দাল। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এটা পেনাল্টি না হয়ে কী করে পারে??? পুরো তামাশা চলছে।”
And how is that not a penalty??????? What a complete joke
— Parth Jindal (@ParthJindal11) December 13, 2023
আরও পড়ুন: Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ
রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে বেঙ্গালুরু এফসির অফিসিয়াল একস অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে। ম্যাচের ১৪ মিনিটে হ্যান্ড বলের আবেদন করেছিলেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। বল অনিকেত যাদবের হাতে লেগেছিল বলে অভিযোগ। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
14' HANDBALL! Bhutia's cross hits Ankit's arm but the referee's waved play on. Javi's been given a yellow card for his attempts to force the argument. 1-0. #CFCBFC
— Bengaluru FC (@bengalurufc) December 13, 2023