বিগতবছর গুলির মতো এবার ও ম্যাচ সহ একাধিক বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে হিরো আইএসএলে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) বনাম কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) ম্যাচ। যেটা নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সকলের মধ্যে। তবে খেলার শুরুর দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই যেন বিতর্কের সূত্রপাত। ম্যাচের প্রায় ৬৬ মিনিটের মাথায় কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় বেঙ্গালুরু। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও রেফারির বাঁশি বাজানোর আগেই ফ্রি কিক তুলে বিপক্ষের গোলে বল ঠেলে দেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ গোটা বেঙ্গালুরু ম্যানেজমেন্ট।
অপরদিকে রেফারির বাঁশি বাজানোর আগেই বলে শট করায় গোল বাতিলের দাবি জানাতে থাকে কেরালার ফুটবলাররা। তবে তাদের সমস্ত দাবি বাতিল করে গোল বৈধ ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। যার বিরোধিতা করতে তখনি মাঠ থেকে খেলোয়াড়দের তুলে নেন কেরালার ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। এরপরে ম্যাচ কমিশনার সহ আইএসএলের এক কর্মকর্তার তরফ থেকে কেরল টিমকে মাঠে নামার অনুরোধ করা হলে ও তা প্রত্যাখ্যান করেন সকলে।
Quick thinking from the skipper to score the only goal in the knockout, which features in our @TheJSWGroup BFC Goal of the Game from #BFCKBFC. ⚡#WeAreBFC #NothingLikeIt #BetterEveryDay pic.twitter.com/Kqu9v978BQ
— Bengaluru FC (@bengalurufc) March 5, 2023
যারফলে কিছু সময় অপেক্ষা করার পর বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করে রেফারি। এই নিয়ে এখনো পর্যন্ত সরগরম দেশের ফুটবল মহল। খেলার মাঝখানে কেরালার এমন আচরনের জন্য কোচ ইভানের সমালোচনায় মুখোর হয়ে ওঠেন জিন্দাল। তবে পরবর্তীতে কেরালার তরফ থেকে রেফারির ভূমিকা নিয়ে একটি চিঠি পাঠানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে।
তাদের তরফ থেকে বলা হয়, যেখানে ম্যাচের রেফারি নিজে কেরালার অধিনায়ক আদ্রিয়ান লুনা কে বলের সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও মতেই শট তুলতে পারেন না কোনও ফুটবলার। পাশাপাশি ম্যাচের রিপ্লে ও চেয়ে পাঠানো হয় তাদের তরফ থেকে। তবে এতো কিছুর পরেও সুনীলের শট কে সঠিক মনে করছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে গোলের সেই ভিডিও আপলোড করে বেঙ্গালুরু। যেখানে দলের অধিনায়কের গোলের ব্যাপক প্রশংসা করা হয়েছে।