Durand Cup: কিশোর ভারতী স্টেডিয়ামে হল চার গোলের থ্রিলার ম্যাচ

Bengaluru FC and Kerala Blasters

শুক্রবার কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে (Durand Cup) কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। প্রথমার্ধে নাইজেরিয়ান স্ট্রাইকার ইমানুয়েল জাস্টিনের গোলে এগিয়ে যাওয়া ব্লাস্টার্স এডমন্ড লালরিন্দিকা ও আশিস ঝা’র গোলে পিছিয়ে পড়েছিল।

সফরকারীরা ম্যাচের প্রথম বড় সুযোগ পেয়েছিল যখন লুনার মুভমেন্ট থেকে। এর কিছুক্ষণ পরেই ব্লাস্টার্স একটি ভুল পাস থেকে লিড নিতে সক্ষম হয়। ভিবিন মোহনন জাস্টিনকে বল বাড়িয়ে দিয়েছিলেন। গোল করতে ভুল করেননি নবাগত বিদেশি ফুটবলার।

   

ব্লাস্টাররা ম্যাচের ওপর জাঁকিয়ে বসতে শুরু করেছিল। তবে দানিশ ফারুক এবং লুনার প্রচেষ্টা ব্যর্থ হয়। বিরতির সাত মিনিটের মধ্যে বেঙ্গালুরু গোল করে ফিরে আসে ম্যাচে। মিডফিল্ডার বেকি ওরাম তিন ডিফেন্ডারকে কাটানোর পর এডমন্ড লালরিন্ডিকার জন্য একটি চমৎকার পাস বাড়িয়ে ছিলেন। কেরালার গোলে শচীনকে পরাস্ত করার জন্য দূর থেকে নিয়েছিলেন শট। তার আগে বুটের হালকা টাচে বল এনেছিলেন নিজের নিয়ন্ত্রণে।

বিরতির পর শুরুতেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল কেরালা। ৪৬ মিনিটে রাহুলের দূর থেকে নেওয়ার শট টার্গেটে থাকেনি। এর মিনিট ছয় পরেই ম্যাচে এগিয়ে যায় বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ৫২ মিনিটে আশীষের গোলে স্কোরলাইন ২-১ করে বেঙ্গালুরু। এরপর দুই পক্ষের কাছেই এসেছিল আরও গোল করার সুযোগ। ৮৩ মিনিটে আইমেন সমতায় ফেরান কেরালা ব্লাস্টার্সকে। কিশোর ভারতী স্টেডিয়ামে এর পর আর কোনো গোল হয়। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইন্ডিয়ান সুপার লীগের দুই দলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন