সন্তোষ ট্রফির জোনাল ম্যাচে বাংলার অভিযান ২১ নভেম্বর

Sports Desk: ৭৫ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যগুলি তাদের নিজেদের জোনের (অঞ্চল) গ্রুপের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ইস্ট জোনের গ্রুপ…

Santosh Trophy

Sports Desk: ৭৫ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যগুলি তাদের নিজেদের জোনের (অঞ্চল) গ্রুপের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ইস্ট জোনের গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলা। একই গ্রুপে সিকিম ও ছত্তিসগড় রয়েছে।

২১ নভেম্বর থেকে সন্তোষ ট্রফির জোনাল ভিত্তিক ম্যাচ শুরু হচ্ছে।বাংলা ২১ নভেম্বর মুখোমুখি হবে ছত্তিসগড়ের, কল্যাণী স্টেডিয়ামে। ২৩ নভেম্বর সিকিম বনাম ছত্তিসগড়ের খেলা কল্যাণীতে। বাংলা সিকিমের বিরুদ্ধে নামবে দ্বিতীয় ম্যাচে ২৫ নভেম্বর, কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সারা ভারত জুড়ে দলগুলিকে পাঁচটি জোনের (অঞ্চল) দুটি গ্রুপে ‘এ’ এবং ‘বি’তে ভাগ করা হয়েছে – উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল এবং উত্তর-পূর্ব অঞ্চল। তাদের নিজেদের গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সন্তোষ ট্রফির চূড়ান্ত রাউন্ডে খেলতে নামবে। সন্তোষ ট্রফির মূল পর্ব চলতি বছরের শেষের দিকে কেরালায় অনুষ্ঠিত হতে চলেছে।

অন্যদিকে, বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যের অধীনে হাওড়া স্টেডিয়ামে জোরকদমে চলছে সন্তোষ ট্রফির ট্রায়াল। ২০ অক্টোবর থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই ট্রায়াল।আইএফএ সূত্রে খবর, হাওড়ায় সম্ভাব‍্য দল বাছাই করে আবাসিক শিবির হবে সোনারপুরে। এরপরে বাংলা মূল দল গড়ে কল‍্যাণীতে থাকবে।

বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা,৩২ বার। ৪৫ বার সন্তোষ ট্রফির ফাইনাল খেলছে বাংলা। ২০১৬-১৭ মরসুমে বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়।