Syed Mustaq Ali T20: অজিঙ্ক রাহানের মুম্বই’র কাছে হেরে গেল বাংলা

বিসিসিআই পরিচালই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে

Syed Mustaq Ali T20

Sports Desk: বিসিসিআই পরিচালই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে মুম্বই(Mumbai) ১০ উইকেটে জিতলো, বাংলার (Bengal) বিরুদ্ধে। শক্তিশালী মুম্বই (Mumbai) ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময় ১২১ রানে থেমে যায় বাংলার (Bengal) লড়াই। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বাংলার (Bengal) হার।

টসে জিতে মুম্বই (Mumbai) ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। পৃথ্বী শাহ (৬), মুম্বই(Mumbai) অধিনায়ক অজিঙ্ক রাহানে (১৭) রান করেন। ৬.৪ ওভারে মুম্বই’র (Mumbai) ৪৬ রানের মাথায় দুই উইকেট পড়ে যায়। পৃথ্বী শাহের উইকেট নেয় সাহবাজ আহমেদ, পৃথ্বী’র ক্যাচ বাংলার (Bengal) কিপার ঋদ্ধিমান সাহার গ্লাভস বন্দি হয়। অজিঙ্ক রাহানে ঋতিক চ্যাটার্জীর বলে ক্যাচ দিয়ে বসেন ঋতিক চৌধুরীর হাতে। দুই ওপেনারের উইকেট খুইয়ে মুম্বই (Mumbai) চাপে পড়ে যায়।

   

দ্রুত ইয়াশভি ভূপেন্দ্র জয়সোয়াল ১৯ রানে করন লাল রান আউট করে। আদিত্য তাড়ে (১১), শিবম দুবে (২৪), এসডি লাড (১৩), আমন হাকিম খান (১২), বিনোদ আঙ্কলকর ১০ এবং তানুস কোটিয়ান ৭ রানে নট আউট থাকে। মুম্বই’র (Mumbai) শিবম দুবে ২৩ বলে ২৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।

বাংলার (Bengal) হয়ে ঋতিক চ্যাটার্জী ২,সাহবাজ, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, করন লাল একটি করে উইকেট নিয়েছে। বাংলার (Bengal) হয়ে অভিষেক দাস (১৪),ঋদ্ধিমান সাহা (১৫), কাইফ আহমেদ (৩১),ঋতিক চৌধুরী (৩০),সাহবাজ (১২) রান করে।

মুম্বই’র (Mumbai) বোলিং লাইন আপের মুখে পড়ে বাংলার (Bengal) ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি।মুম্বই’র(Mumbai)বোলার মোহিত অবস্থি ৩, এসডি লাড এবং তুষার দেশপান্ডে ২ টি, শিবম দুবে এক উইকেট নিয়েছে। বাংলার (Bengal)আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামাণিক শেষ পর্যন্ত নট আউট ছিল। বাংলার (Bengal)
চতুর্থ ম্যাচ সার্ভিসেসের (Servives) বিরুদ্ধে, ৮ নভেম্বর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন