জল্পনা সত্যি করে BCCI এর চুক্তির বাইরে আইয়ার, ইশান

আগামী বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI )। এই নতুন চুক্তিতে বিশেষ বিষয় হল শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ জায়গা…

BCCI Unveils Annual Player Retainership 2023-24 for Team India

আগামী বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI )। এই নতুন চুক্তিতে বিশেষ বিষয় হল শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ জায়গা পাননি। এছাড়াও রিঙ্কু সিং, রজত পতিদার, যশস্বী জয়সওয়ালের মতো অনেক নতুন মুখ প্রথমবারের মতো এই চুক্তির অংশ হয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। অনেক খেলোয়াড়ের বার্ষিক বেতনও কমেছে৷

বিসিসিআই তাদের বিশেষ নিয়মে বলেছে, ২০২৪ সালের এই সর্বশেষ চুক্তির মাঝে যেসব ক্রিকেটার কমপক্ষে তিনটি টেস্ট ম্যাচ বা ৮টি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাঁরা এই চুক্তিতে জায়গা পাবেন। এর আওতায় বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, সরফরাজ খান ও ধ্রুব জুরেল যদি ধর্মশালায় পঞ্চম টেস্ট খেলেন, তাহলে তাঁরা সি গ্রেডে ঢুকে পড়বেন। বর্তমানে বিসিসিআই সি গ্রেডে ১৫ জন ক্রিকেটারকে জায়গা দিয়েছে। এই গ্রেডের ক্রিকেটাররা বছরে পান ১ কোটি টাকা।

দেখে নিন সম্পূর্ণ তালিকা:
গ্রেড এ+: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
গ্রেড এ: রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া।
বি গ্রেড: সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল।
সি গ্রেড: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও রজত পতিদার।