ISRO: ইসরোর বিজ্ঞাপনে চীনের প্রতীক, স্ট্যালিনকে তুলোধনা মোদির

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) একটি বিজ্ঞাপন ঘিরে তামিলনাড়ু সরকার এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে (M K Stalin) কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইসরোর একটি…

ISRO

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) একটি বিজ্ঞাপন ঘিরে তামিলনাড়ু সরকার এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে (M K Stalin) কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইসরোর একটি বিজ্ঞাপনে চিনা (China) পতাকার একটি প্রতীক সহ একটি রকেটের ছবি দেখানো হয়েছে। মোদি এর বিরোধিতা করে উল্লেখ করেছেন এটা বিজ্ঞানীদের অপমান।

তুতিকোরিনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি জানিয়েছেন, “ডিএমকে ভারতের উন্নয়ন দেখতে প্রস্তুত নয়। কুলাসেকারাপট্টিনমে নতুন ইসরো মহাকাশ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১৭,০০০ টাকারও বেশি মূল্যের কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তাঁর বক্তব্য, আমাদের প্রকল্পে নিজস্ব স্টিকার লাগিয়েছে ডিএমকে। ওঁরা ভারতের উন্নয়ন দেখতে প্রস্তুত নয়। আমাদের বিজ্ঞানীদের অপমান করা হয়েছে।”

তামিলনাড়ুর (Tamil Nadu) কুলসেকরপট্টিনমে ইসরোর নতুন একটি মহাকাশ বন্দর তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বন্দরের উদ্বোধন করছেন। তামিলনাড়ু সরকারের মৎস্য দফতর ওই মহাকাশ বন্দরের প্রচার এবং উদ্‌যাপনের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করে। বিজ্ঞাপনটি জারি করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণান। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য এই মহাকাশ বন্দরের গঠনে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কৃতিত্ব প্রচার। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। বিজ্ঞাপনটি বহুল প্রচলিত স্থানীয় দু’টি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অভিযোগ, তাতেই নাকি রয়েছে চিনের পতাকার চিহ্ন।