BCCI : ঐতিহাসিক ঘোষণা বিসিসিআইয়ের, জেনে নিন

team-india BCCI

আর বৈষম্য নয়। পিছিয়ে থাকবে না বোনেরা। ভারতীয় ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূর করতে ভাইফোঁটার দিনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। এবার থেকে পুরুষ এবং মহিলারা একই ম্যাচ ফি পাবেন। জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ।

বিসিসিআইয়ের সচিব টুইট করে জানিয়েছেন, ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূর করার লক্ষ্যে আমরা প্রথম পদক্ষেপ করছি। বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমবেতন নীতি চালু করছি। ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করছি আমরা। এখন থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই ম্যাচ ফি পাবেন। জয় শাহ জানিয়েছেন, মহিলা ক্রিকেটারদের সমবেতন চালুর ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিল তাঁর সেই প্রতিশ্রুতি পূরণে সম্মত হয়েছে।

   

বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-২০ ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। যদিও মোট চুক্তির পরিমাণে এখনও বিরাট বৈষম্য রয়ে গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন