Kolkata Derby: মোহনবাগানের ক্লোজড ডোর প্র্যাক্টিসের মুহুর্ত ভাইরাল

75
ATK_Mohunbagan

২৯ অক্টোবর মহাডার্বি ম্যাচ (Kolkata Derby) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।হাইপ্রেসার গেমে নামার আগে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো ক্লোজড ডোর প্র‍্যাকট্রিস সেশনের মধ্যে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে গুটি সাজাচ্ছেন।শুক্রবার পর্যন্ত চলবে এই প্র‍্যাকট্রিস সেশন।

যেহেতু এখন সবুজ মেরুন ব্রিগেডে ক্লোজড ডোর প্র‍্যাকট্রিস সেশন চলছে তাই ক্লাবের সদস্য সমর্থকদের প্রিয় দলের প্র‍্যাকট্রিস দেখার কোনও সুযোগ নেই।অথচ ডার্বি ম্যাচ ঘিরে দু’দলের ভক্তদের মধ্যে উত্তেজনার পারদের অভাব নেই।প্রিয় দলের প্র‍্যাকট্রিস কেমন চলছে তা নিয়ে সমর্থকদের কৌতুহল তুঙ্গে। আর এই কৌতুহলকে আরও একটু উস্কে দিয়েছে বৃ্হস্পতিবার সোশাল মিডিয়াতে করা ATKমোহনবাগানের রিল পোস্ট।

ওই রিল পোস্টে দেখা যাচ্ছে,ফ্লোরেন্টিন পোগবা, দিমিত্রি পেট্রাটোস,লিস্টন কোলাসো, নিংওম্বা ইঙ্গসন সিং’রা ফুটবল নিয়ে জাগলিং করতে। সংক্ষিপ্ত রিল মুহুর্তে দেখা যাচ্ছে, লিস্টনকে ক্রস নিতে আর পোগবাকে ড্রিবলিং করতে।

জানা যাচ্ছে,ডার্বি ম্যাচের আগে বাগান শিবিরে কোনও খেলোয়াড়ের ইনজুরি ইস্যু নেই। যা স্বভাবতই স্বস্তির খবর সবুজ মেরুন সমর্থকদের কাছে।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)