AFC Champions League: অজস্র সুযোগ হাতছাড়া করে হারল ওপর বাংলার ক্লাব

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর প্রো লিগ চ্যাম্পিয়ন শারজাহ এফসির কাছে ২-০ গোলে পরাস্ত বসুন্ধরা কিংস।

Basundhara Kings

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর প্রো লিগ চ্যাম্পিয়ন শারজাহ এফসির কাছে ২-০ গোলে পরাস্ত বসুন্ধরা কিংস। আয়োজক দলের রাইট উইঙ্গার লুয়ানজিনহোর জোড়া গোল তারকা বহুল শারজাহ দলকে জয় এনে দেয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশী লিগ চ্যাম্পিয়নরা প্রচুর ভাল সুযোগ তৈরি করেছিল, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি। ফলে বদলায়নি ম্যাচের ভাগ্য।
বুধবার বিকেল সোয়া ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এশিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি হবে বিপিএলের অপর দল ঢাকা আবাহনী লিমিটেড।

ঘরোয়া ম্যাচে বিল্ড-আপ খেলতে অভ্যস্ত বসুন্ধরা কিংসকে প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই বল দখলের লড়াইয়ের জন্য শারজাহ এফসির খেলোয়াড়দের তাড়া করতে হয়েছে। এছাড়াও স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের ছেলেরা প্রচুর ভুল পাস খেলে নিজেদের খেলার মোমেন্টাম হারিয়েছে ম্যাচে। বেশিরভাগ ক্ষেত্রে বল দখল করার কিছুক্ষণ পরেই পজিশন চলে গিয়েছিল প্রতিপক্ষ দলের কাছে। এমনকি অধিনায়ক রবসন দা সিলভা এবং মিগুয়েল ফেরেইরার মতো দলের সেরা খেলোয়াড়রা পাস করার সময় ভুল করেছিলেন। তবে খেলোয়াড়রা প্রথমার্ধের স্টপেজ টাইমে পিছিয়ে পড়ার আগে পর্যন্ত কিছু উল্লেখযোগ্য মুহূর্ত দর্শকদের উপহার দিতে পেরেছিলেন।

বিরতির পর খেলা পুনরায় শুরু হওয়ার পরে কিংস আরও ওপেন খেলা শুরু করেছিল। এবং কাউন্টার থেকে দুটি ভাল সুযোগ তৈরি করেছিল। তবে মিগুয়েল এবং ডোরিয়েলটন সেই চেষ্টা গোল রূপান্তর করতে বার্থ হন। পাল্টা আক্রমণ থেকে ডোরিয়েলটন মিগুয়েলকে বক্সের ডান দিকে নিয়ে গেলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক নিয়ন্ত্রণ করতে একটু দেরি করেন এবং ৪৯ তম মিনিটে শারজাহ গোলরক্ষক দারভিশ মোহাম্মদ হাবিব সহজেই তার শটটি ধরে ফেলেন।

এরপর মিগুয়েল ডোরিয়েলটনকে বক্সের ভেতর জায়গা করে দিয়েছিলেন। বিপিএলের সর্বোচ্চ গোলদাতা এবারেও ব্যর্থ। বক্সের ভেতরে তার দুর্বল ড্রাইভ সরাসরি শারজাহ গোলরক্ষকের হাতে চলে যায়।