বিদেশ থেকে মদ এনে শাস্তি পেলেন মোহনবাগান প্রতিপক্ষের ৫ ফুটবলার

আশঙ্কা আগেই করা হয়েছিল। সেটাই হল শেষ পর্যন্ত। বড় শাস্তি পেলেন মোহন বাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ দলের পাঁচ ফুটবলার। বিদেশ থেকে মদ নিয়ে এসে আগেই…

Bashundhara Kings

আশঙ্কা আগেই করা হয়েছিল। সেটাই হল শেষ পর্যন্ত। বড় শাস্তি পেলেন মোহন বাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ দলের পাঁচ ফুটবলার। বিদেশ থেকে মদ নিয়ে এসে আগেই নিষেধাজ্ঞার মুখে তারা পড়েছিলেন। এবার প্রত্যেককে আলাদা আলাদা ভাবে শাস্তি দেওয়া হয়েছে।

মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। সেখানে গিয়ে দলের কয়েকজন ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন বলে আগে শোনা গিয়েছিল। সম্প্রতি ওপার বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের অনুযায়ী, বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে প্রচুর মদের বোতল। ৬৪ বোতল মদ পাঁচজন ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে বলে খবর। এই পাঁচজনকে আপাতত শাস্তির আওতায় রেখেছে ক্লাব।

   

অভিযুক্ত পাঁচ ফুটবলার- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেছিলেন, “পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এক মরসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজকে। আনিসুর রহমান জিকোর ওপর শাস্তির মেয়াদ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত। তপু বর্মণ নিষিদ্ধ হয়েছেন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত, সেই সঙ্গে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। মোরসালিনকে ও দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা, রিমন হোসেনের জন্য ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।