Mamata Banerjee: দুর্গা পুজোয় ‘বিজেপি গন্ডগোল করতে পারে’, সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী

আর মাত্র হতে গোনা কয়েকদিন, তারপরেই দুর্গাপুজো। চারিদিকে সাজোসাজো রব। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে হেল্পলাইন নম্বর। চলছে পুলিশের কড়া নিরাপত্তা। এর মধ্যেই পুজোর…

Suvendu Adhikari Criticizes Mamata Banerjee Over Odisha Train Accident, Questions Concern for CBI Investigation

আর মাত্র হতে গোনা কয়েকদিন, তারপরেই দুর্গাপুজো। চারিদিকে সাজোসাজো রব। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে হেল্পলাইন নম্বর। চলছে পুলিশের কড়া নিরাপত্তা। এর মধ্যেই পুজোর উদ্বোধনী করলেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট লাগার কারণে কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী। সেখানেই বিজেপিকে একের পর এক নিশানা মুখ্যমন্ত্রীর।

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ বিজেপি গন্ডগোল করতে পারে, পুজোর সময় জনপ্রতিনিধিরা যেন তাদের এলাকা ছেড়ে না বেরোয়’। ভার্চুয়ালী পুজোর উদ্বোধনীর পর নির্দেশ মুখ্যমন্ত্রীর। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজিয়ে থাকে সেক্ষেত্রে নির্দেশ পুলিশ প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” অনেকে অনেক কথা বলে যে হিন্দুর ওখানে দুর্গাপুজো করে মুসলিমরা করে না। আমরা যখন উৎসব করি তখন ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার”। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন দুর্গাপূজা থেকে বিজেপিকে সরানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিজেপির।

মুখ্যমন্ত্রী তার পায়ে ব্যাথার বিষয়ে বলেন, ‘‌এমনিতে ঠিক আছি। পায়ে একটা চোট আছে। একটা ইনফেকশন হয়ে গিয়েছে। সারতে সময় লাগবে। চিকিৎসকদের নিষেধে শারীরিকভাবে যেতে পারলাম না। কিন্তু মানসিকভাবে পৌঁছে গিয়েছে। ২৭ তারিখ দুর্গাপুজো কার্নিভালে দেখা হবে’।