মোত্তাকিন মুন, ঢাকা: শুক্রবার বিকেলে বাংলাদেশের (Bangladesh) রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তঃজেলা প্রীতি ফুটবল ম্যাচে এসে বোমা ফাটালেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশের ফুটবল খেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাত ধরে বর্তমানে আইসিইউ পথযাত্রী হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি ।
সুমন বলেন, ‘আইসিইউ থেকে টেনে তুলতে সারাদেশে ফুটবল খেলতে যাচ্ছি ও ফুটবল খেলার আয়োজন করছি। ফুটবলের প্রতি ভালোবাসা থাকায় মাঠে দর্শক বেড়েছে।’
সুমন বলেন, ‘আমরা এমপি হিসেবে যত বেশি মাঠে থাকব, জননেত্রী শেখ হাসিনার কাছে তত বেশি ফুটবলের জন্য বরাদ্দ চাইতে পারব। ফুটবলের জন্য আমরা আপনাদের দাওয়াত দেব। বঙ্গবন্ধুর সোনার বাংলা আলাদা আলাদা করে গড়া সম্ভব না। সব এলাকার মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।’
বালিয়াকান্দি উপজেলার বহরপুর (বিএনবিএস) আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশ ২-১ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ সময় বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে খেলা দেখতে ভীড় করে কয়েক হাজার দর্শক।